'জয় শ্রীরাম' স্লোগান উঠল লেডি গাগার টুইটে! কী ঘটে গিয়েছে জানেন
পপস্টার লেডি গাগার সাম্প্রতিকতম পোস্ট মুহূর্তে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। হলিউড ডিভার পোস্ট-এ হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছে 'জয় শ্রীরাম' এর স্লোগান কমেন্ট। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, কেন বা কোন কারণে এমনটা ঘটছে হলিউড তারকার পোস্টে!

মূলত , হলিউড ডিভা লেডি গাগার এই পোস্টে ছিল সংস্কৃত এক মন্ত্র। ' লোকা সমস্তা সুখিনো ভবন্তু', এই সংস্কৃত শ্লোকের অংশটি টুইট করেন হলিউডে ফ্যাশন সুপারস্টার লেডি গাগা। আর তা দেখতেই গাগার ভারতীয় ভক্তরা হইচই ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কমেন্ট সেকশনে মন্তব্য় করেছেন, 'জয় শ্রীরাম 'স্লোগান দিয়ে।
Lokah Samastah Sukhino Bhavantu
— Lady Gaga (@ladygaga) October 19, 2019
yogi ji after reading this 😂 pic.twitter.com/BhYaDewTTN
— Pranjul Sharma🌼 (@Pranjultweet) October 20, 2019
Jai Shri ram🚩🚩
— Amrita Pandey (@Amrita_pandey1) October 20, 2019
প্রসঙ্গত, লেডি গাগার পোস্ট করা এই মন্ত্রটি, বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেয়। সুখ ও শান্তিতে সমস্ত সৃষ্টি নিজের মতো করে নতুন দিকে এগিয়ে যাক। এমনই বার্তা দিতে গিয়ে লেডি গাগা এই টুইটটি করেন।