For Quick Alerts
For Daily Alerts
বিদিতা বাগের সঙ্গে যৌনতায় ভরপুর নওয়াজ, ছবি দেখে ক্ষিপ্ত নওয়াজ পত্নী
প্রথমে ৪৮টি দৃশ্যে কাটের সুপারিশ করা হলেও পরে মাত্র ৮টি কাট করা হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সিনেমা বাবুমশাই বন্দুকবাজ-এ। আর সেই অবস্থাতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ঘটনা হল, সিনেমায় নওয়াজউদ্দিনের অন্তরঙ্গ শয্যাদৃশ্যে দেখে জোর ক্ষেপেছেন তাঁর স্ত্রী অঞ্জলি।

সেই ঘটনা স্বীকার করে নিয়েছেন নওয়াজউদ্দিন নিজে। জানিয়েছেন, অন্তরঙ্গ শয্যাদৃশ্য দেখে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।
সিনেমা নিয়ে বলতে গিয়ে স্ত্রীর রাগ-অভিমান লুকিয়ে রাখতে পারেননি নওয়াজ। এই দৃশ্যগুলি দেখে স্ত্রী মনক্ষুণ্ণ হয়েছে। সেই নিয়ে দুজনের সম্পর্কও খানিক অবনতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
নওয়াজের আগামী সিনেমা বাবুমশাই বন্দুকবাজ-এ অভিনেত্রী বিদিতা বাগের সঙ্গে একাধিক অন্তরঙ্গ শয্যাদৃশ্য রয়েছে। সেই নিয়ে স্যোশাল মিডিয়ায় হইচইও পড়ে গিয়েছে। তাই নিয়েই এবার ক্ষেপে গিয়েছেন নওয়াজের স্ত্রী।