বলিউডের একাধিকে ছবিতে খলনায়কের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। এবার নওয়াজউদ্দিন 'খলনায়ক ' হিসাবে সোজা টক্কর দিতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। শোনা যাচ্ছে রজনীকান্তের পরবর্তী ছবিতে ভিলেন-এর চরিত্রটির জন্য বেছে নেওয়া হয়েছে নওয়াজউদ্দিনকে।

নবাগত পরিচালক কার্তিক সুব্বারাজের ছবিতে আসতে চলেছেন রজনীকান্ত। আর তার জন্যই খোঁজা হচ্ছিল এক নয়া খলনায়ককে। সেই খলনায়কের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন নওয়াজ । শোনা যাচ্ছে ,'থালাইভা' আর্মি নামের ছবিতে আসতে চলেছেন থালাইভা রজনীকান্ত। আর সেখানেই খলায়কের ভূমিকায় থাকছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই প্রথম দক্ষিণী ছবিতে সুপারস্টার রজনীর সঙ্গে একস্ক্রিনে আসতে চলেছেন বলিউডের এই গুণী অভিনেতা।
যদিও গোটা বিষয়টি নিয়ে নওয়াজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, মুম্বইতে নওয়াজের সঙ্গে দেখা করেছেন ছবির পরিচালক। দুজনের মধ্যে ছবি নিয়ে আলোচনাও হয়েছে বেশ। এর আগে, 'কিক', 'রমন রাঘব ২.০' এর মত ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে মন জয় করেন নওয়াজ। এবার রজনীর সঙ্গে তাঁকে কেমন মানাবে সেটাই দেখবার।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.