এককালে ধনেপাতা বিক্রিও করেছেন নওয়াজউদ্দিন! 'ঠাকরে' মুক্তির আগে অকপটে আর কী জানালেন
আর কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষিত বায়োপিক 'ঠাকরে'। মহারাষ্ট্রের এককালের দাপুটে নেতা বাল সাহেব ঠাকরের জীবনী নিয়ে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।

ছবি মুক্তির আগে ' কপিল শর্মা শো' -এ অতিথি হিসাবে এসেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। শো-য়ে তাঁর জীবনের বিভিন্ন লড়াইয়ের কাহিনি তুলে ধরেন নওয়াজউদ্দিন। মুম্বইয়ের মত শহরে কীভাবে একের পর এক লড়াই করে নিজের জীবনযাত্রার চরম অধ্যায় কাটিয়ে তিনি সাফল্য পেয়েছেন সেই কথাই তুলে ধরেন নওয়াজউদ্দিন। তিনি জানা, একটা সময় মুম্বইয়ে ধনেপাতা বিক্রিও করতে গিয়েছিলেন তিনি। ২০০ টাকা দামে ধনেপাতা কিনে তা বেশি দামে বিক্রির পরিকল্পনা নেন নওয়াজ। কিন্তু শেষে পাতা শুকিয়ে যেতে থাকলে , তা আর কেউ কিনতে চাননি!
এই ঘটনার কথা মজার ছলে নওয়াজ বললেও, ঘটনার মধ্য দিয়ে উঠে আসে এক এক অভিনেতার প্রাণপণ চেষ্টার কাহিনি। কিভাবে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে নওয়াজ অসামান্য় লড়াই চালিয়েছেন তাই ফুটে ওঠে এই কাহিনিতে।