উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ১৪দিনের কোয়ারান্টাইনে রয়েছেন নওয়াজুদ্দিন ও তাঁর পরিবার
বলিউডে আরও এক অভিনেতা করোনার গ্রাসে এসেছে। যদিও তাঁর রিপোর্ট নেগেটিভ ধরা পড়েছে। জানা গিয়েছে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার বুধানাতে তাঁর বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রয়েছেন।

নওয়াজ ও তাঁর পরিবারকে করোনা টেস্ট করানো হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে। ট্রাভেল পাস নিয়ে ওই অভিনেতা ১৫ মে নিজের বাড়ি পৌঁছান। তাঁকে এবং তাঁর পরিবারকে ২৫ মে পর্যন্ত বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। নওয়াজের মা, ভাই ও শ্যালিকাও তাঁর সঙ্গে একই গাড়িতে এসেছেন। অভিনেতা জানিয়েছেন যে তাঁর সফরের সময় ২৫টি পয়েন্টে মেডিক্যাল স্ক্রিনিং করা হয়েছে। বুধানা পুলিশ সার্কেলের স্টেশন হাউস অফিসার কুশপাল সিং জানিয়েছেন যে স্বাস্থ্য অধিকর্তারা নওয়াজের বাড়ি পরিদর্শন করেছেন এবং তাঁকে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।

লকডাউনের প্রভাবে অধিকাংশ ছাঁটাই হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলস ও মার্কেটিংয়ে, দাবি সমীক্ষার