For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাসিরুদ্দিন, আমিররা সম্মানের যোগ্য নন, ওঁরা বিশ্বাসঘাতক' ! তোপ গেরুয়া শিবিরের নেতার

মির্জাফর , জয়চাঁদের সঙ্গে এবার এক আসনে বসানো হল আমির খান, নাসিরুদ্দিন শাহকে। আরএসএস এর নেতা ইন্দ্রেশ কুমারের অন্তত এমনটাই দাবি।

  • |
Google Oneindia Bengali News

মির্জাফর , জয়চাঁদের সঙ্গে এবার এক আসনে বসানো হল আমির খান, নাসিরুদ্দিন শাহকে। আরএসএস এর নেতা ইন্দ্রেশ কুমারের অন্তত এমনটাই দাবি। নাসিরুদ্দিন শাহ, নভজ্যোত সিং সিধু, আমির খানকে 'বিশ্বাসঘাতক' বলে সম্বোধন করেন আরএসএস নেতা।

নাসিরুদ্দিন, আমিররা সম্মানের যোগ্য নন, ওঁরা বিশ্বাসঘাতক ! তোপ গেরুয়া শিবিরের নেতার

এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রেশ কুমার জানিয়েছেন, ২৬ /১১ এর অভিযুক্ত জঙ্গি আজমল কাসাবের মত যুবক চায়না ভারত। তবে এপিজে আব্দুল কালামের মত যুবক গড়ে তোলা হোক দেশে। তিনি বলেন, 'যাঁরা আজমল কাসাবের রাস্তায় হাঁটবেন তাঁদের বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হবে।'

এরপরই নভোজ্যোত সিং সিধু, আমির খান ও নাসিরুদ্দিন শাহের প্রসঙ্গ ওঠে। সেই প্রসঙ্গ উঠতেই ইন্দ্রেশ কুমার বলেন,'ওঁরা ভালো অভিনেতা হতে পারেন, তবে তাঁরা সম্মানের যোগ্য নন কারণ তাঁরা বিশ্বাসঘাতক।' উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাসিরুদ্দিন শাহ গোরক্ষকদের নিয়ে কটাক্ষ করেন। মানুষের মৃত্যু বেশি দামী নাকি গরুর মৃত্যু বেশি দামি, তা নিয়ে প্রশ্ন তোলেন। তারপরই দক্ষিণপন্থী বিভিন্ন সংগঠনের সামোলচনার শিকার হন নাসিরুদ্দিন।

English summary
Navjot Singh Sidhu, Naseeruddin Shah and Aamir Khan are ‘traitors’, says Indresh Kuma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X