#NationalFilmAwards : বাংলার ভাগ্যে সবমিলিয়ে এবার কী জুটল? জেনে নিন
মুম্বই, ৭ এপ্রিল : ঘোষণা হল এবছরের জাতীয় ফিল্ম পুরস্কারের তালিকা। বলিউড সিনেমার পাশাপাশি সমস্ত ধরনের আঞ্চলিক সিনেমার ক্ষেত্রেও প্রতিবছর জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়। টলিউড সিনেমা জগত ছোট হলেও সিনেমার গুরুত্বের অনুপাতে এই ইন্ডাস্ট্রি সারা দেশের নজরে থাকে। বাঙালি বহু অভিনেতা-অভিনেত্রী পরিচালক-প্রযোজক বাংলার নিজের ছাপ রাখার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন।
এবছর জাতীয় পুরস্কারে তাই বাংলার জয়জয়কার বলা যেতে পারে। বাংলার ভাগ্যে বেশ কিছু পুরস্কার জুটেছে। কী সেগুলি তা জেনে নেওয়া যাক একনজরে।

সেরা বাংলা সিনেমা
আঞ্চলিক প্রতিটি ভাষার সিনেমার জন্যই এই পুরস্কার থাকে। এবছর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা বিসর্জন সেরা বাংলা সিনেমার পুরস্কার পেয়েছে। এর আগেও কৌশিকের একাধিক সিনেমা জাতীয় পুরস্কার শুধু নয় আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছে।

সেরা গায়িকা
সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে এবছর জাতীয় পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবিতে 'তুমি যাকে ভালোবাসো' গানটির জন্য তিনি এই পুরস্কার পেলেন।

সামাজিক ইস্যুতে সেরা সিনেমা
বাংলা সিনেমা না হলেও বাঙালি পরিচালক হিসাবে বলিউড সিনেমা পিঙ্ক-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সামাজিক ইস্যুর উপরে এই সিনেমাটি সেরা হয়েছে।

সুজিতের জাতীয় পুরস্কার
পিঙ্ক সিনেমাটির প্রযোজনা ও গল্প লিখে জাতীয় পুরস্কার পেলেন সুজিত সরকার। এই নিয়ে পরপর চারবছর জাতীয় পুরস্কার পেলেন পরিচালক-প্রযোজক-লেখক সুজিত।