দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়ে বেজায় খুশি কঙ্গনা রানাউত
নয়াদিল্লি, ২৪ মার্চ: কুইন ছবির জন্য ৬২ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাউত। এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেলেন এই প্রতিভাবান অভিনেত্রী। এর আগে ২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা।
কুইন ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। এই ছবি যেমন বলিউডের একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে, তেমনই সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই ছবি। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালের সেরা নারীকেন্দ্রিক ছবি কুইন।

তনু ওয়েডস মনু ২ ছবিতে খুব শীঘ্রই ফের বড় পর্দায় দেখা যাবে কঙ্গনাকে। কুইন ছবির পর বলিউডে স্বাভাবিক ভাবেই কঙ্গনার কদর অনেকটাই বেড়ে গিয়েছে। এই ছবিতে নিজের অভিনয়ের যে প্রদর্শন করেছেন কঙ্গনা তাতে চোখে পড়তে শুরু করেছেন তিনি।

জাতীয় পুরস্কার জেতার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। এখনও পর্যন্ত ৫বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। স্মিতা পাতিল, তাবু ২টি করে জাতীয় পুরস্কার জিতেছেন। এবার সেই তালিকায় নাম যুক্ত হল কঙ্গনা রানাউতেরও।