For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র ভাইয়ের হাতে ভিত্তি প্রস্তর স্থাপন অযোধ্যায়, লতা মঙ্গেশকরের প্রশংসা মোদীকে

নরেন্দ্র ভাইয়ের হাতে ভিত্তি প্রস্তর স্থাপন অযোধ্যায়, লতা মঙ্গেশকরের প্রশংসা মোদীকে

Google Oneindia Bengali News

সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অযোধ্যায় ঐতিহাসিক ভূমি পুজোর ভূয়সী প্রশংসা করলেন। বুধবার এই ভূমি পুজোয় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর হাত দিয়েই এই রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। লতা মঙ্গেশকর তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের আনন্দ প্রকাশ করলেন।

নরেন্দ্র ভাইয়ের হাতে ভিত্তি প্রস্তর স্থাপন অযোধ্যায়, লতা মঙ্গেশকরের প্রশংসা মোদীকে


তিনি হিন্দিতে টুইট করে বলেন, '‌বেশ কয়েকটি রাজা, কয়েক প্রজন্ম এবং বিশ্বজুড়ে ভগবান রামের ভক্তদের স্বপ্ন, যা তারা যুগ যুগ ধরে পালন করে আসছে, আজ তা পূর্ণ হল। দীর্ঘ বছরের বনবাসের পর, ভগবান শ্রী রামের মন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়, যার শিলান্যাস স্থাপন করা হল।’‌ লতা জি আরও বলেন, '‌এর জন্য অবশ্যই বড় কৃতিত্ব লাল কৃ্ষ্ণ আদবানি জির, যিনি গোটা দেশ জুড়ে সচেতনতা বাড়িয়েছিলেন রথ যাত্রার মধ্য দিয়ে। কৃতিত্ব দিতে হয় সম্মানীয় বালাসাহেব ঠাকরে জির। আজকে ভিত্তি প্রস্তর স্থাপনের দিন বহু আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের গর্ভনর আনন্দি বেন প্যাটেল, যোগী আদিত্যনাথ, মহন্ত নৃত্য গোপাল দাস সহ আরও অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।’‌

লতা মঙ্গেশকর আরও বলেন, '‌করোনা মহামারির কারণে হয় লক্ষ লক্ষ রাম ভক্তরা এদিন অযোধ্যায় শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাঁরা প্রার্থনা করেছেন এবং নিজেদের হৃদয়কে ভগবান রামের চরণে রেখে দিয়েছেন। আমি খুব খুশি যে সম্মানীয় নরেন্দ্র ভাই নিজের হাতে এই অনুষ্ঠানে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। আজকে আমি এবং আমার পরিবার খুব খুশি। আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস ও হৃদয়ের স্পন্দন জয় শ্রী রাম বলছে।’‌

রিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টরিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

English summary
narendra modi lays foundation stone in ayodhya praise lata mangeshkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X