নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন: আয়ুষ্মান থেকে সঞ্জয়ের বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে
এবছরের ১৭ সেপ্টেম্বর ৬৯ তম জন্মদিন উদযাপন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জন্মদিন উপলক্ষ্যে তিনি মা হীরাবেনের সঙ্গে দেখা করতে চলেছে মোদী। তার আগে , ১৭ সেপ্টেম্বর দিনভর একাধিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিজেপির এই দাপুটে নেতা। এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোদীর প্রতি শুভেচ্ছা জানিয়ে এদিন বার্তা আসতে থাকে। একনজরে দেখে নেওয়া যাক মোদির জন্মদিনে বলিউড কোন বার্তা দিল।
|
অনিল কাপুর
এদিন মোদীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন বলিউড স্টার অনিল কাপুর। শুভেচ্ছা বার্তায় মোদীর থেকে অনুপ্রেরণা নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন অনিল।
|
আয়ুষ্মান খুরানা
জাতীয় পুরস্কারপ্রাপ্ত আয়ুষ্মান খুরানাও এদিন মোদীর সুস্বাস্থ্যে কামনা করে প্রধান মন্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা পাঠান। আয়ুষ্মানও একটি পোস্ট টুইট করেন।
|
অনুপম খের
এদিন বলিউডের তারকা অনুপম খেরও মোদীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন অনুপম খের।
|
সঞ্জয় দত্ত
দেশের উন্নয়নের লক্ষ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্ব জরুরি বলে, এক বার্তায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। যিনি কয়েকদিন আগেই যোগ দিয়েছেন রাজনীতিতে।
[ মোদীকে নিয়ে ফের বলিউড ফিল্ম!'মন বৈরাগী' নিয়ে হাজির বনশালী]