For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের তৈরি করতে চাইছেন সঞ্জয়ের বায়োপিক, পরিণামে রামগোপালকে শুনতে হল এই কথা

সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। সঞ্জয় দত্তের জীবনের নানান বিতর্কিত ঘটনা বায়োপিকে তুলে ধরা হয়. এমনকি উঠে আসে '৯৩ বিস্ফোরণের প্রসঙ্গও।

Google Oneindia Bengali News

সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। সঞ্জয় দত্তের জীবনের নানান বিতর্কিত ঘটনা বায়োপিকে তুলে ধরা হয়. এমনকি উঠে আসে '৯৩ বিস্ফোরণের প্রসঙ্গও। বক্স অফিসে ছবি হিটা করার পর থেকেই সঞ্জয়ের জীবন নিয়ে আরও একবার আলোচনা জোরদার হয়।

ফের তৈরি করতে চাইছেন সঞ্জয়ের বায়োপিক, পরিণামে রামগোপালকে শুনতে হল এই কথা

এবার বলিউড পরিচালক রামগোপাল ভর্মা সঞ্জয় দত্তকে নিয়ে বায়োপিক তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন। আর এই খবর ছড়াতেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সঞ্জয়ের বোন নম্রতা। '৯৩ এর প্রসঙ্গ তুলে নম্রতা বলেন, এটা সঞ্জয়ের জীবনের তিক্ত অভিজ্ঞতা। এটাক পেরিয়ে এসেছেন তিনি। কেন আবার রামগোপাল ভর্মা সেই পুরনো ঘটনাকে তুলে আনছেন? উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্তের নাম জড়িয়ে যায়। আর তার ফলে বিপাকে পড়েন অভিনেতা ও তাঁর পরিবার।

[আরও পড়ুন:একদল তরুণের উদ্যোগ, ছেলেবেলার সেই সন্দেশ এবার তথ্যচিত্রের পর্দায়][আরও পড়ুন:একদল তরুণের উদ্যোগ, ছেলেবেলার সেই সন্দেশ এবার তথ্যচিত্রের পর্দায়]

নম্রতা বলেন, যদি সঞ্জয় সেই সমস্ত অভিশপ্ত দিন ভুলে যাওয়ার চেষ্টা করেন তাহলে কেন রামগোপাল ভর্মা আবার তা মনে করিয়ে দিতে চাইছেন? উল্লেখ্য, নম্রতার আশঙ্কা রামগোপাল ভর্মা যেভাবে অন্ধকার জগত তথা আন্ডার ওয়ার্ল্ড নিয়ে ছবি করেন, সেভাবে যদি সঞ্জয়ের চরিত্রটিকে দেখানো হয়, তাহলে তা সঞ্জয়ের ভাবমূর্তির ক্ষেত্রে সমস্যা হয়ে উঠবে।

[আরও পড়ুন:আবহাওয়ার খবর পড়েই আয় ৩ মিলিয়ন ডলার! নিতম্বে প্লাস্টিক সার্জারিতে বিতর্ক, পড়ুন ইয়ানেটের কাহিনি][আরও পড়ুন:আবহাওয়ার খবর পড়েই আয় ৩ মিলিয়ন ডলার! নিতম্বে প্লাস্টিক সার্জারিতে বিতর্ক, পড়ুন ইয়ানেটের কাহিনি]

English summary
Namrata Dutt on Ram Gopal Varma’s Sanjay Dutt biopic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X