For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা পাচার নিয়ে নাগেশ কুক্কুনুরের পরবর্তী ছবি 'লক্ষ্মী'

Google Oneindia Bengali News

মহিলা পাচার নিয়ে নাগেশ কুক্কুনুরের পরবর্তী ছবি 'লক্ষ্মী'
২৯ নভেম্বর : দিনে দিন বেড়ে চলেছে শিশু ও মহিলাপাচারের কারবার। পরিসংখ্যান দেখলে শিউরে উঠতে হয়। এই খেলায় পিছিয়ে নেই ভারতও। পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিবছর ১২-১৫ হাজার মহিলা ও শিশুকে যৌনব্যবসার জন্য প্রতিবেশী রাজ্য থেকে পাচার করা হয়।

শুধু দেহব্যবসা নয়, ভিক্ষাবৃত্তি, অসামাজিক ও হানিজনক কাজে লাগানো হয় পাচার করা শিশু ও মহিলাদের। ভারতে এই মুহূর্তে ৩ লক্ষাধিক শিশু ভিখারি রয়েছে, ৪৪হাজার জন শিশুদের ক্যাডারবাহিনীর খপ্পরে পড়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনসূত্রের খবর অনুযায়ী গড়ে প্রতিবছর প্রায় ৪০ হাজার শিশুকে অপহরণ করা হয় যাদের মধ্যে ১১হাজারের কোনও খোঁজখবর পাওয়া যায় না।

পরিস্থিতি উদ্বেগজনক। এই উদ্বেগজনক পরিস্থিতিকেই নিজের পরবর্তী ছবিতে 'লক্ষ্মী' ছবিতে তুলে ধরতে চেয়েছেন। ১৩ বছরের লক্ষ্মী অপহরণ করে নিযিদ্ধপল্লীতে বিক্রি করে দেয় একদল মহিলাপাচারকারী। দেহব্যবসার এই অমানবিক ভয়ঙ্কর পরিবেশের অন্ধকারে এসে পড়ে নাবালিকা লক্ষ্মী। সেখানে ধর্ষণ ও নৃশংস অত্যাচার সহ্য করার পর কীভাবে পতিতালয়ের অন্য মহিলাসঙ্গীদের সাহায্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় তা নিয়েই এই ছবি। ছবির ট্যাগলাইন 'আর উই বিইঙ্গ হিউম্যান?' ছবির বক্তব্যকে আরও স্পষ্ট করেছে।

এর আগেও 'হায়দ্রাবাদ ব্লু', 'রকফোর্ড', 'ইকবাল','ডোর'-এ মতো অসাধারণ কিছু ছবির মাধ্যমে সমাজের গম্ভীর বিষয়গুলিকে তুলে ধরেছেন নাগেশ। এবার তাঁর ছবির বিষয় 'হিউম্যান ট্রাফিকিং' বা মহিলা পাচার। অন্ধ্রপ্রদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে নাগেশের। ওই স্বেচ্ছাসেবী সংস্থা মানব পাচার পীড়িতদের নিয়ে কাজ করে। সেখানে পীড়িতদের থেকে তাঁদের অভিজ্ঞতার কথা জানার পরই এই ছবি তৈরির কথা ভাবেন পরিচালক। গা হিম করা কিছু দৃশ্যও রয়েছে এই ছবিতে।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোনালি ঠাকুর। এর আগে বাংলা ছবিতে অভিনয় করলেও হিন্দি ছবিতে এই প্রথম পা রাখা তাঁর। ইন্ডিয়ান আইডল ২ খ্যাত এই গায়িকা ইতিমধ্য়েই বেশ কিছু হিন্দি ছবিতে গানও গেয়ে ফেলেছেন। পরিচালক নাগেশ এই ছবিতে অভিনেতাও বটে। এছাড়াও এছবিতে অভিনয় করেছেন রাম কাপুর, সতীশ কৌশিক,ফ্লোরা সাইনি প্রমুখ। নতুন বছরের গোড়াতেই মুক্তি পাবে এই ছবি।

English summary
Nagesh Kukunoor's film on women trafficing 'Lakshmi'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X