For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Oscar 2023:ফের অস্কারের আশায় বাঙালি! বিশ্বমঞ্চে তিন ENTRY ভারতের

অস্কারের মঞ্চে ফের বাঙালির বিশ্বজয়। বাঙালি পরিচালকের হাতে অস্কারে মনোনীত পেল তাঁর তথ্যচিত্র। এছাড়াও নাটু নাটু' সহ আরও একটি ডকুমেন্ট্রি জায়গা করে নিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

Oscar Nominations 2023: আর মাত্র কয়েকটা মাসই বাকি রয়েছে অস্কার-২০২৩ এর (Oscar)। গোটা বিশ্ব সর্বশ্রেষ্ট এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকে। তবে এবার ভারতীয়দের কাছে অস্কার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও ইতিমধ্যে অস্কার ২০২৩ (Oscar Nominations) সালের মনোনীত সিনেমা এবং গানের ঘোষণা ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলস থেকে ঘোষণা করা হচ্ছে। আর সেখানে রীতিমত ইতিহাস তৈরি করল রাজা মৌলির 'আরআরআর'। অস্কারের মঞ্চে সেরা গানের বিভাগে মনোয়ন অর্জন করল (Nominations 2023) ছবির গান 'নাটু নাটু'।

Oscar 2023:ফের অস্কারের আশায় বাঙালি! বিশ্বমঞ্চে তিন ENTRY ভারতের

গত কয়েকদিন আগেই 'আরআরআর'-এর গান 'নাটু নাটু' গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল। এবার আরও এক ইতিহাস তৈরির পথে তেলেগু এই সিনেমাটি। অন্যদিকে আরও দুটি ভারতীয় তথ্যচিত্র অস্কার-২০২৩ এর (Oscar) মনোনীত হয়েছে। যার মধ্যে 'All That Breathes' মনোনীত হয়েছে Best Documentary Feature Film হিসাবে। এবং অন্যটি The Elephant Whisperers অস্কারে ২০২৩ এর মঞ্চে মনোনীত হয়েছে Best Documentary Short হিসাবে। এই তালিকাতে আরও বেশ কয়েকটি ছবি ছিল। সেগুলি অবশ্য একেবারে ফাইনাল স্টেজে গিয়ে বাতিল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আরআরআর নিয়ে যেমন গর্বিত দেশ। তেমন বাঙালি হিসাবেও গর্বিত হতে পারেন! ভাবছেন তো ব্যাপারটা কি। এবার অস্কার ২০২৩ সালে মনোনীত তথ্যচিত্রটি 'All That Breathes' বঙ্গতনয় শৌনক সেনের। ইতিমধ্যে এই তথ্যচিত্রটি একাধিক পুরষ্কার ছিনিয়ে নিয়েছে। এমনকি 'দ্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড' পেয়েছে 'All That Breathes'। এবার কি তাহলে অস্কার জয়ের পালা? এর আগে বাঙালি হিসাবে সত্যজিত রায়ের হাতে উঠেছিল অস্কার। আজীবনের কাজের স্বীকৃতির জন্যে সত্যজিত রায়কে এই পুরষ্কার দেওয়া হয়েছিল। এরপর বাঙালির অস্কার জয় ঘটেনি! তবে শৌনককে ঘিরে নতুন করে আশার আলো তৈরি হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, শৌনক সেন আদ্যপান্ত একজন বাঙালি! একটা সময়ে কলকাতাতে নিয়মিত জাতাজাত ছিল। তবে কাজের সূত্রে এখন বিদেশে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা। দীর্ঘদিন ধরেই তথ্যচিত্র তৈরির ঝোঁক বাঙালি এই কৃতীকে এই জায়গাতে এনে দিয়েছে বলেই মত। উল্লেখ্য, 'All That Breathes' পরিযায়ী পাখিদের নিয়ে একটা ডকুমেন্ট্রি। দুই ভাই এই পাখিদের বাঁচাতে চায়। মূলত এই পাখিদের শিকার করা হয়। তাঁদের বাঁচিয়ে কীভাবে দুই ভাই তাঁদের উড়তে সাহায্য করছে সেটাই ফুটে উঠে উঠেছে এই তথ্যচিত্রে।

English summary
Naatu Naatu song from RRR, all that breathes and the elephant whispers makes entry in Oscar nomination for 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X