For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ বন্দনায় জিৎ , টুইট করলেন গানের ভিডিও

মঙ্গলমূর্তি গণপতি পূজায় মাতোয়ারা গোটা দেশ। মহারাষ্ট্র জুড়ে এদিন সাজো সাজো রব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা মায়ানগরী। পিছিয়ে নেই নিজামের শহর হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলমূর্তি গণপতি পূজায় মাতোয়ারা গোটা দেশ। মহারাষ্ট্র জুড়ে এদিন সাজো সাজো রব। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা মায়ানগরী। পিছিয়ে নেই নিজামের শহর হায়দরাবাদ। গণেশ আরাধনায় সমস্ত জায়গাতেই ব্যস্ততা চোখে পড়ার মত। অনেকেই চতুর্থী উপলক্ষ্যে বাড়িতে গণেশ পূজায় ব্যস্ত রয়েছেন।

গণেশ বন্দনায় জিৎ , টুইট করলেন গানের ভিডিও

[আরও পড়ুন:বলো দুর্গা মাইকি! নাচের তালে 'দাদগিরি' সৌরভের, সঙ্গতে শুভশ্রী-নুসরতরা, দেখুন ভিডিও ][আরও পড়ুন:বলো দুর্গা মাইকি! নাচের তালে 'দাদগিরি' সৌরভের, সঙ্গতে শুভশ্রী-নুসরতরা, দেখুন ভিডিও ]

গণেশ চতুর্থী উপলক্ষ্যে এদিন সকলকে শুভেচ্ছা জানান জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর পুরনো একটি গানের ভিডিও পোস্ট করেন এদিন। 'গজানন' নামের এই গানটি তিনি পরিচালনা করেন ২০১৭ সালে। সেই গানই এদিন টুইটারে পোস্ট করেন জিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, গণেশ চতুর্থীর উৎসবে আপাতত মাতোয়ার মুম্বই থেকে হায়দরাবাদ। পিছিয়ে নেই এই রাজ্যও। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে গণেশ চতুর্থী।

নবরাত্রি হোক বা গণেশ চতুর্থী , প্রতিটি উৎসবের সময়ে ভক্তিগীতি নিয়ে আসত সুর সম্রাট গুলশন কুমারের টি সিরিজ। কয়েকটি গানের ভিডিও-তে দেখা গিয়েছে গুলশনকেও। সেই ঘরানা যে আবার যে ফিরে আসতে চলেছে তা ঘোষণা করেন গুলশন পুত্র ভূষণ। সেই ঘরানার হাত ধরেই তিনি প্রকাশ করেন অজয় দেবগণ অভিনীত এই ভিডিও। যেখানে সুর দিয়েছিলেন জিৎ।

[আরও পড়ুন:সলমনের বিরুদ্ধে এফআইআর! নয়া আইনি জটিলতায় ভাইজান ][আরও পড়ুন:সলমনের বিরুদ্ধে এফআইআর! নয়া আইনি জটিলতায় ভাইজান ]

[আরও পডুন:মাধুরী থেকে শিল্পারা মাতলেন গণেশ বন্দনায়, দেখে নিন বলি-স্টারদের গণেশ চতুর্থী উদযাপনের ছবি ][আরও পডুন:মাধুরী থেকে শিল্পারা মাতলেন গণেশ বন্দনায়, দেখে নিন বলি-স্টারদের গণেশ চতুর্থী উদযাপনের ছবি ]

English summary
Music composer jeet ganguly posts song on ganesh chaturthi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X