যৌনহেনস্থা কাণ্ডে আরও বিপাকে 'মুন্নাভাই'-এর পরিচালক রাজকুমার হিরানি! জটিলতা ক্রমেই বাড়ছে
ফের একবার বলিউডে 'মি টু' বিতর্ক উস্কে গিয়েছে। তনুশ্রী দত্ত , নানা পাটেকর বিতর্কের পর একাধিক যৌন হেনস্থার ঘটনায় জেরবার হয়েছে বলিউড। এবার পরিচালক রাজু হিরানির নাম উঠে এসেছে যৌন হেনস্থার ঘটনায়। ঘটনার জেরে ক্রমেই বাড়ছে তাঁর কেরিয়ার ঘিরে জটিলতা।

সামনেই ছিল 'মুন্নাভাই ৩' ছবির শ্যুটিং। মুন্নাঙাই সিরিজের এই ছবি নিয়ে বেশ আগ্রহী ছিল গোটা ইউনিট। তবে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসায় , আপাতত থমকে গিয়েছে গোটা শ্যুটিং পর্ব। রাজু হিরানি যতক্ষণ পর্যন্ত না এই ঘটনায় ক্লিনচিট পাচ্ছেন , ততক্ষণ পর্যন্ত 'মুন্নাভাই ৩' ছবিটির শ্যুটিং শুরু হবেনা।
এর আগে, 'সঞ্জু', 'মুন্নাভাই','পিকে' ছবির পরিচালক রাজু হিরানির বিরুদ্ধে এক অ্যাসিসটেন্ট ডিরেক্টরকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। নিদের অফিস রুমে ওই মহিলাকে রাজু হিরানি হেনস্থা করেন বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করে দেন রাজু হিরানি।