For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে মুনমুনকে নিয়ে বাবুলের গড় ছিনিয়ে নিতে কোন রণনীতিতে এগোচ্ছে তৃণমূল

আসানসোলে মুনমুন সেন তৃণমূলের প্রার্থী হচ্ছেন শুনে বাবুল সুপ্রিও এক বিশেষ বার্তা দিয়ে টুইটে 'সেনসেনশনাল উপহার' মন্তব্যটি করেন।

  • |
Google Oneindia Bengali News

আসানসোলে মুনমুন সেন তৃণমূলের প্রার্থী হচ্ছেন শুনে বাবুল সুপ্রিও এক বিশেষ বার্তা দিয়ে টুইটে 'সেনসেনশনাল উপহার' মন্তব্যটি করেন। যার প্রেক্ষিতে বুধবারই বাবুলকে 'আনকালচার্ড' বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিকে, বাঁকুড়া থেকে মুনমুন সেনকে সরিয়ে এনে আসানসোলে বাবুলের গড় ছিনিয়ে নিতে কোমর বেঁধে ভোট ময়দানে নামছে তৃণমূল। ভোট যুদ্ধ জিততে ঘাসফুল শিবিরের গেমপ্ল্যান কী দেখে নেওয়া যাক।

 আসানসোলের যুদ্ধ কতটা 'আসান'?

আসানসোলের যুদ্ধ কতটা 'আসান'?

বাঁকুড়া তৃণমূলের মধ্যে মুনমুন সেনের প্রার্থীপদ নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তুষ্টি ছিল। আর সেদিকে নজর দিয়েই এবার বাঁকুড়া থেকে মুনমুন সেনকে সরিয়ে আসানসোল থেকে টিকিট দিয়েছে তৃণমূল। কিন্তু আসানসোলের যুদ্ধ মুনমুনের কাছে সেরকম 'আসান' নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর গড় ছিনিয়ে নিতে তাই এবার বড়সড় গেমপ্ল্যান নিয়ে মাঠে নামছে তৃণমূল।

আসানসোলে জমি পোক্ত করেত দুই হেভিওয়েট নেতা!

আসানসোলে জমি পোক্ত করেত দুই হেভিওয়েট নেতা!

আগামী ১৭ মার্চ আসানসোলে দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটককে সঙ্গে নিয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রথমবার প্রচারে নামছেন মুনমুন সেন। আসানসোলে মুনমুনের জমি পোক্ত করতে মুনমুনের পাশে মলয় ঘটক ও আরূপ বিশ্বাস থাকছেন।

 রণকৌশল কী?

রণকৌশল কী?

১৭ মার্চে আসানসোলের মহামিছিল হবে আশ্রম মোড় থেকে গীর্জা মোড় পর্যন্ত। এছাড়াও মুনমুন সেনকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ামনোর দিকে ঝুঁকছে ঘাসফুল শিবির। পশ্চিম বর্ধমান জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেই পাণ্ডবেশ্বক, কুলটি, বারাবনি, জামুড়িয়ার মতো জায়গায় নিজেদের মতো করে রণনীতি তৈরি করা হবে বলে জানা গিয়েছে স্থানীয় তৃণমূল সূত্রে । তবে আপাতত ১৭ মার্চের আসানসোলের মহামিছিল থেকেই ঝড় তুলতে চাইছে তৃণমূল।

English summary
Munmun Sen gears up to fight against Babul Supriyo in Asansole Loksabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X