For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ক্রিয়াকলাপ জানতে টুইটার ইন্ডিয়াকে চিঠি মুম্বই পুলিশের

সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ক্রিয়াকলাপ জানতে টুইটার ইন্ডিয়াকে চিঠি মুম্বই পুলিশের

Google Oneindia Bengali News

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এককথায় প্রতিভার ভাণ্ডার ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণ অবশ্যই তাঁর পরিবার, ভক্ত ও বলিউডে তাঁর বন্ধুদের বিস্মিত করেছে। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। পুলিশ জানতে পেরেছে যে তিনি বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ইতিমধ্যেই মুম্বই পুলিশ ২৭ জনের বয়ান রেকর্ড করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ক্রিয়াকলাপ জানতে টুইটার ইন্ডিয়াকে চিঠি মুম্বই পুলিশের


সুশান্তের টুইটার অ্যাকাউন্টে তাঁর ক্রিয়াকলাপ জানতে পুলিশ টুইটার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে। জানা গিয়েছে যে পুলিশ এর মাধ্যমে এটা প্রমাণ করতে চান যে অভিনেতার কোনও টুইট আদৌও মুছে দেওয়া হয়েছে কিনা বা হয়নি। সুশান্তের টুইটার হ্যান্ডেল @‌এসএসআর–এ ফলোয়ার্সের সংখ্যা ২.‌২ মিলিয়ন এবং ফলোয়িং লিস্টে রয়েছে ৭৫৭ জন।

সুশান্তের শেষ টুইট ছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। যা ছিল আইসিআইসিআই ব্যাঙ্কের মাস্টার কার্ড নিয়ে। ২০১৪ সালে সুশান্ত টুইটারে যোগ দেন। পুলিশ সবদিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা একটা আত্মহত্যাই। যদিও তাঁর ভক্ত, ও রূপা গঙ্গোপাধ্যায় ও শেখর সুমনের মতো কিছু সেলেব সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

যদিও তাঁর ফলোয়ার্স ও ভক্তদের অভিযোগ, অন্য কেউ সুশান্তের ইনস্টা অ্যাকাউন্ট পরিচালনা করছে কারণ অনেক মন্তব্য উড়িয়ে দেওয়া হয়েছে।

English summary
Mumbai police are investigating to prove that Sushant Singh's death was just‌ a suicide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X