আম্বানিদের রাজকীয় গণেশ পুজোয় রণবীর-আমির থেকে সচিন-অমিতাভ! দেখুন অ্যালবাম
গণেশ চতুর্থী উপলক্ষ্যে ধনকুবের মুকেশ আম্বানির বাসভবনে আয়োজিত হয়েছিল রাজকীয় গণপতি পুজো
। আর সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুম্বই শহরের নামী দামী তারকারা। সপরিবারে যেমন হাজির ছিলেন সচিন তেণ্ডুলকার, তেমনই হাজির হন, অমিতাভ বচ্চন , রেখা থেকে আমির খানরা। একনজরে দেখে নেওয়া যাক সেই সমারোহের কিছু ছবি।
বচ্চন পরিবার
অমিতাভ বচ্চনের সঙ্গে এদিন গোটা বচ্চন পরিবারকে দেখা যায় আম্বানিদের রাজকীয় সমাবেশে। গণপতি পুজো উপলক্ষ্যে তারকারা পৌঁছে যান মুম্বইয়ের বিখ্যাত আন্তলিয়ায়।
ক্যাটরিনা
এদিন আম্বানিদের আয়োজনে দেখা যায় বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফকে। তাঁর সঙ্গে ছিলেন বোন ইসাবেল।
|
রেখা
অভিনেত্রী রেখাকেও এদিন দেখা যায় সমারোহে। উজ্জ্বল শাড়ির সঙ্গে চোখ ধাঁধানো গয়নায় এদিন মাত করে দেন স্বর্ণ যুগের অভিনেত্রী রেখা।

আমির ও রণবীর-আলিয়া
এদিন , আমির খান ও রণবীর কাপুরদেরও দেখা যায় আয়োজনে। সেখানে রণবীর কাপুরের সঙ্গে ছিলেন আলিয়া ভাটও।
|
নীতা আম্বানির পুজো
এদিন আন্তলিয়ার ভিতরে নীতা আম্বানি ছিলেন সবচেয়ে ব্যস্ত! কারণ তাঁর তত্ত্বাবধানেই সোমবার আয়োজিত হয় গণেশ চতুর্থী।
[আরও পড়ুন:ফের ঘনীভূত নিম্নচাপ! পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস]
[আরও পড়ুন: চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে বিক্রম, ইতিহাস ছোঁয়ার পথে ইসরো]