রণবীরের সঙ্গে ধোনি-কন্যার 'আশ্চর্য' মিল পেলেন খোদ মাহিই! কী ঘটেছে
বিভিন্ন সময়ে বার বার বলিউডের নানান খবরে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য খবরে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং। কখনও স্কার্ট তো কখনও হালফিলের রঙবেরঙের স্যুট, সমস্ত ক্ষেত্রেই রণবীর সাবলীলভাবে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরেছেন। এবার সেই তারকার সঙ্গেই নিজের মেয়ের মিল খুঁজে পেলেন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি।

ধোনি এক সোশ্যাল মিডিয়া পোস্ট-এ রণবীর সিং ও জিভার ছবি আপলোড করেন। যেখানে দেখা যায় রণবীর ও জিভা একই রকমের চশমায় । ছোট্ট জিভার মুখে যদিও সেই চশমার সাইজ একটু বেশিই বড় হয়ে গিয়েছে। তবে রণবীর নিজের 'সোয়্যাগ' লেভেলের পিচে কার্যত ছক্কা হাঁকিয়েছেন। আর এই দুই ছবি ঘিরেই মশকরা করেছেন মাহি! তবে পোস্ট টিতে রণবীর সিং-য়ের কমেন্ট পারদ চড়িয়ে দিয়েছে। তিনি ইনস্টাগ্রামে মাহিকে করা রিপ্লাইতে লিখেছেন 'ফ্যাশনিস্তাজ!'
View this post on InstagramA post shared by M S Dhoni (@mahi7781) on
ধোনির এই পোস্ট-এ এখনও পর্যন্ত ৩.১ লাখ 'লাইক' এসেছে। ৬০০০ কমেন্ট এসেছে এই পোস্ট-এ। ছোট্ট জিভা যেন 'ডিভা' হয়ে উঠেছে এই পোস্ট -এ।
[ ২০১৯ বিজয়া দশমী: অমিতাভ থেকে অক্ষয়-সুস্মিতার শুভেচ্ছায় উঠে এলো কোন বার্তা]