মোস্ট স্টাইলিশ আইকন হলেন আয়ুষ্মান, একমত নন সোনাক্ষী সিনহা
আয়ুষ্মান খুরানাকে সম্প্রতি 'দ্য মোস্ট স্টাইলিশ আইকন’–এর পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রাপ্তির পর অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে সংস্থাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। কিন্তু সোনাক্ষী সিনহা এটার সঙ্গে একমত নন। তিনি জানিয়েছেন 'ভুল পুরস্কার’ দেওয়া হয়েছে।

আসলে সোনাক্ষী বলতে চাইছিলেন অন্য কথা। তিনি ইনস্টাতে বলেন, 'ভুল পুরস্কার। শ্রেষ্ঠ অ্যক্টিং আইকন’। সোনাক্ষী কিছু ভুল বলেননি। ২০১৭ সালে বরেলি কি বরফি থেকে ২০১৯ সালে বালা, সব ছবিতেই আয়ুষ্মানের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বক্স অপিসে পরপর সতটি ছবি হিট, তা একমাত্র আয়ুষ্মানেরই।
২০২০ সালেও তাঁর দু’টি নতুন ছবি আসতে চলেছে। তিনি আরও একবার ভূমি পেদনেকারের সঙ্গে জুটি বাঁধবেন বালার পর। দু’জনকেই দেখা যাবে হিতেশ কেওয়ালসের 'শুভ মঙ্গল জ্যাদা সাবধান’। যেটি আগের ছবি 'শুভ মঙ্গল সাবধান’–এর সিক্যুয়েল। এছাড়াও কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও তাঁকে দেখা যাবে নতুন পরিচালক সুজিত সরকারের 'গুলাবো সিতাবো’–তে। দু’টি ছবি ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে।