For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিপদে! এবার সলমনের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২২ জুন : 'হিট অ্যান্ড রান' মামলায় সাময়িক স্বস্তি পেয়েছেন কিছুদিন আগেই। কিছুদিন পর ফের সেই মামলায় হাজির হতে হবে আদালতে। তার মাঝেই নতুন করে মামলার জালে ফাঁসলেন বলিউড সুপারস্টার সলমন খান। [৯ টি ডায়লগ যা সলমনের জামিন ও তাঁর ইমেজের সঙ্গে যায়]

জানা গিয়েছে, সলমনের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রযোজক বিজয় গিলানি। ২০১০ সালে মুক্তি পাওয়া 'বীর' সিনেমাটির প্রযোজক ছিলেন বিজয়। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন সলমন খান। ঠিক হয়েছিল, ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলে লাভের মধ্যে থেকে ১৫ কোটি টাকা সলমনকে দিতে হবে। [জেনে নিন বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]

ফের বিপদে! এবার সলমনের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা


অভিযোগ, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে লাভের টাকা ঘরে তুলতে পারেননি বিজয় গিলানি। অথচ সলমন খানের অফিস থেকে লাগাতার সেই ১৫ কোটি টাকা দাবি করা হতে থাকে। [দেখে নিন সলমন ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]

গিলানির অভিযোগ, সিনেমায় অভিনয় করার জন্য সলমন খান তাঁর পারিশ্রমিক হিসাবে ১০ কোটি টাকা নিয়েছেন। এরপর সিনেমায় লাভের টাকা ওঠেনি জেনেও সলমন টাকা দাবি করে একের পর এক চিঠি পাঠিয়ে গিয়েছেন। এমনকী চূড়ান্ত অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ ওই প্রযোজকের।

এই ঘটনায় বিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজয় গিলানি। আদালতও সব কাগজপত্র দেখেশুনে কিসের ভিত্তিতে সলমন টাকা দাবি করছেন তা জানতে চেয়েছে। গিলানি বলেছেন, "আমি বর্ণনা করতে পারব না গত তিন বছর আমি কি পরিস্থিতির মধ্যে গিয়ে গিয়েছি। সলমনের বিরুদ্ধে তাই বাধ্য হয়েই হয়রানি, সম্মানহানি ইত্যাদির জন্য ২৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি।"

প্রযোজকের কথায়, "আমার কাছে সব আইনি কাগজপত্র রয়েছে। আদালতও আমার পক্ষেই রায় দিয়েছে।" ফলে বোঝাই যাচ্ছে, নয়া মামলার নাগপাশে ফেঁসেছেন 'দাবাং' খান।

English summary
More Trouble For Salman Khan! Producer Files Defamation Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X