For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুচিত্রা সেনকে সম্মান জানাতে ছায়াছবি, অভিনয় করবেন মুনমুন-রাইমা

Google Oneindia Bengali News

suchitra sen
কলকাতা, ২২ নভেম্বর : ফের বড়পর্দায় সুচিত্রা সেন!
আছেন কিন্তু নেই।
আসলে সশরীরে থাকছেন না তিনি। তবে শঙ্করলাল ভট্টাচার্যের প্রথম ছবির গোটাটা জুড়েই থাকবেন শুধু সুচিত্রা।

ছায়াছবির সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হবে এই ছবিতে। ছবির নাম সদরঘাট। সুচিত্রা সেনের বেশকিছু ছায়াছবির দৃশ্য দেখা যাবে শঙ্করলাল ভট্টাচার্যের এই ছবিতে। মূলত ছবির গোটা গল্পটাই মহানায়িকাকে কেন্দ্র করে। এই ছবিতে সুচিত্রা কন্যা মুনমুন ও নাতনি রাইমা নিজের নিজের চরিত্রে অভিনয় করবেন। তথ্যচিত্রের আঙ্গিকেই এই ছবিটি তৈরি করা হলেও এই ছবিকে কখনও তথ্যচিত্র বলা যাবে না।

১৯৭৮ শেষবারের মতো রূপোলি পর্দায় দেখা গিয়েছিল মহানায়িকাকে। এরপরেই অন্তরালে চলে যান তিনি। মিডিয়া, চলচ্চিত্র দুনিয়া তাঁর দেখা পেতে হন্যে হয়ে ঘুরছে। তাই এবার মহানায়িকাকে আবৃত্ত করেই নিজের ছবির কথা ভেবেছেন শঙ্করলাল।

ছবির স্ক্রিপ্টটা লিখেছন শঙ্করলাল নিজে। গল্পটাও বেশ সুচিত্রা সেনের ৮০ তম জন্মদিনে ঢাকার মানুষজন কীভাবে মহানায়িকাকে শ্রদ্ধা জানালেন,এবং মহানায়িকার হয়ে সেই সম্মান গ্রহণ করতে মেয়ে রাইমাকে ঢাকা পাঠালেন মুনমুন। একইসঙ্গে পরিকল্পনা ছিল কলকাতায় সদরঘাট নামের একটি রেস্তোরাঁ চালু করবেন যেখানে মিলবে শুধুই বাংলাদেশী খাবার। ঢাকাতে থাকাকালীনই তাই বাংলাদেশের খাবার সম্পর্কে তথ্য নিতে শুরু করেন রাইমা। সেখানেই তারিক ও নীরবের সঙ্গে দেখা হয় তাঁর।

এই ছবিতে তারিক ও আক্রম দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। তারিখের চরিত্রটির নাম সামসুদ্দিন। সে সুচিত্রা সেনের অন্ধভক্ত। স্ত্রীর মৃত্যুর পর শুধু মাত্র মহানায়িকার ছবি দেখেই দিব্য জীবনটা কাটিয়ে যাচ্ছেন সামসুদ্দিন। সামসুদ্দিনের ভাইপো আক্রমের চিত্রটা করছেন নীরব। নিউ ইয়র্ক থেকে ফিল্ম মেকিং-এর কোর্স করেছে সে। রাইমার সঙ্গে পাবনায় যায় আক্রমও। পাবনা সুচিত্রা সেনের জন্মভূমি। সেখানে গিয়ে রাইমা দিদার বাড়ি, দিদার বন্ধুদের সঙ্গে দেখা করেন। সুন্দর কয়েকটা দিন বাংলাদেশে কাটানোার পর ফের কলকাতা ফিরে আসেন রাইমা। সদরঘাট-এর কাজও ততদিনে প্রায় শেষ করে এনেছেন মুনমুন। এমন সময় বাংলাদেশ থেকে আসা একটি খবরই ঘুরিয়ে দেয় ছবির মোড়।

জানুয়ারির মাঝামাঝি ছবির কাজ শুরু হবে। কলকাতার পাশাপাশি বাংলাদেশের কিছু অংশেও ছবির দৃশ্য শুট করা হয়েছে। সুচিত্রা সেনকে শ্রদ্ধা জানাতেই এই ছবি, একথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন পরিচালক। এই ছবি মানুষের মনে দাগ কাটবে বলেই বিশ্বাস তাঁর।

English summary
Moonmoon and Raima Sen play themselves in screen tribute to Suchitra Sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X