• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারতীয় ওয়েবে ডেবিউ মিথিলার, নীলকুঠির রাজা হয়ে সৌরভ ফিরছেন ‘‌মন্টু পাইলট ২–এ

Google Oneindia Bengali News

প্রথম সিজনে অবিস্মরণীয় সাফল্যের পর এবার দ্বিতীয় সিজনে ফিরতে চলেছেন '‌মন্টু পাইলট ২’‌। হইচই অরিজিনালসের '‌মন্টু পাইলট ২’‌ ২৯ এপ্রিল থেকে স্ট্রিমিং হবে হইচইতে। সম্প্রতি এই ওয়েব সিরিজ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই সিরিজের সকল কলাকুশলীরা।

ভারতীয় ওয়েবে ডেবিউ মিথিলার, নীলকুঠির রাজা হয়ে সৌরভ ফিরছেন ‘‌মন্টু পাইলট ২–এ

গত ২৫ মে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিললেন মন্টু পাইলটের প্রধান চরিত্রে থাকা সৌরভ দাস, রাফিয়াত রশিদ মিথিলা, চান্দ্রেয়ী ঘোষ, অলিভিয়া সরকার সহ পরিচালক দেবালয় ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সিরিজের সঙ্গীত পরিচালক অমিত–ইশান। এই সিজনে এসেছে নতুন চরিত্র বহ্নি, যেখানে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলাকে। এটাই ভারতীয় ওয়েবে ডেবিউ মিথিলার। নীলকুঠিতে বহ্নির আগমনে, শুরু হবে এক নতুন যাত্রা। প্রথম সিরিজের অভিজ্ঞতা কেমন হল? মিথিলা এ প্রসঙ্গে বলেন, '‌প্রথম ভারতীয় কোনও ওয়েবে কাজ করার অভিজ্ঞতা এক কথায় দারুণ। তবে নার্ভাসও বটে। পুরো নীলকুঠির গল্প তুলে ধরা হয়েছে। এটা কোনও প্রেমের গল্প নয়, থ্রিলার–সাইকোলজিকাল। প্রতিটা চরিত্র খুব ডার্ক, অন্ধকারময়। এই সিরিজে নিজেকে অংশ করাতে পেরে আমি খুবই গর্বিত।’‌

ভারতের গর্ব!‌ এ বছরের কান চলচ্চিত্র উৎসবে জুরির অংশ হতে চলেছেন দীপিকা পাড়ুকোনভারতের গর্ব!‌ এ বছরের কান চলচ্চিত্র উৎসবে জুরির অংশ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

নীলকুঠির রাজকুমার মন্টু এবার হয়ে উঠবে সেখানকার রাজা। এদিনের অনুষ্ঠানেও তিনি রাজার মতোই বেশভূষা পরে এসেছিলেন। সৌরভ বলেন, '‌মন্টু এখন প্রেমিক থেকে বাবা। তাঁর রাজকুমারি হয়ে গিয়েছে, যাঁর নাম জোনাকি। আর আমি রাজার অনুভূতি নিয়েই এই সিরিজটি করেছি। আমার সবসময়ই মনে হয়েছে মন্টু বা সৌরভ দু’‌জনেই কঠিন পরিশ্রম করতে ভালোবাসেন, আর তাই দর্শকরা আমাদের উভয়কেই পছন্দ করেন। মন্টুর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকদের পছন্দ হবে বলেই আমি মনে করি।’‌ সরমা থুড়ি অলিভিয়া সরকারকেও অন্য ইমেজে আবিষ্কার করবে দর্শক। বিবিজান চান্দ্রেয়ী ঘোষ নিজের ইমেজে বহাল আছেন। পরিচালক দেবালয় নিজেও খুব আত্মবিশ্বাসী মন্টুর প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনও অভূকপূর্ব সাফল্য পাবে।

এদিন মন্টু পাইলট ২–এর সঙ্গীত পরিচালকরা দ্বিতীয় সিজনের কিছু গান গেয়ে শোনান, দেখানো হয় সিরিজের ট্রেলারও। ২৯ এপ্রিল হইচইতে এই সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।

English summary
montu pilot 2 web series press meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X