বিয়ে গোপনে রেখে মোনালি ঠাকুর দিলেন চমকপ্রদ খবর! ফের হইচই বলি-টাউনে
কলকাতার মেয়ে মোনালি এক রিয়ালিটি শোয়ের হাত ধরে পাড়ি দিয়েছিলেন বলিউডে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গানের সঙ্গে শর্ট ফিল্মের হাত ধরে অভিনয়টাও জমিয়ে করেছেন তিনি।

এদিকে, এদিন জানা গিয়েছে , ২০১৭ সালেই বিয়ের পর্ব সম্পন্ন করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। উল্লেখ্য, সেলেব মাত্রই নিজের ব্যক্তিগত জীবনকে একটু লোকচক্ষুর আড়াল থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। আর সেই মতো মোনালিও তা করেছেন। সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁর মালিক মাইক রিক্টরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর্ব তিনি ৩ বছর আগেই সেরে ফেলেন।
View this post on Instagram#foundnemo #shorttrip #family #beach #beachlife @monalithakur03
A post shared by M A I K R I C H T E R (@maaaik_richter) on
আর এরপর তিনি তাঁর এক মিউজিক ভিডিওর প্রচারে নিজের সম্পর্কে বক্তব্য রাখার সময়, জানিয়ে দেন তাঁর বিয়ের কথা। জানান যে প্রেমে বহুদিন হাবুডুবু খাওয়ার পর মোনালি শেষমেশ প্রেমকে পরিণত দিয়েছেন ৩ বছর আগে। আর মোনালির এমন বক্তব্যে গোটা টলি পাড়ায় হইচই পড়ে গিয়েছে।
