টিভির পর্দায় মোদীর অ্যাডভেঞ্চার দেখার জন্য কাউন্টডাউন শুরু! প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শোরগোল বলিউডে
অক্ষয় কুমার থেকে অনিল কাপুর , বলিউডে এই মুহূর্তে সকলেই উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে। আজ রাত ৯টায় ডিসকভারি চ্য়ানেলে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দেখা যেতে চলেছে রোমাঞ্চপ্রিয় বেয়ার গ্রিলসের সঙ্গে। এই অনুষ্ঠান দেখবার জন্য সকলকে এদিন টুইটারে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই বার্তায় সাড়া দিয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা।
|
মোদীর আহ্বান
এদিন নরেন্দ্র মোদী টুইটারে সকলকে আহ্বান করেন তাঁর এই অনুষ্ঠান দেখার জন্য। প্রসঙ্গত, জিম করবেট ন্যাশনাল পার্কে এই ফিল্মের শ্যুটিং হয়েছে বেশ কয়েক মাস আগে। তারপর আজ এই অনুষ্ঠান সম্প্রচারিত হতে চলেছে ডিসকভারিতে।
|
অজয়ের প্রতিক্রিয়া
নরেন্দ্র মোদীর এই টুইট শেয়ার করেছেন বলিউডের অন্যতম তারকা অজয় দেবগন। তিনি লিখেছেন 'এটি কল অফ দ্য ডে'। ফলে বোঝাই যাচ্ছে যে বলিউড কতটা মুখিয়ে রয়েছে মোদীর এই অনুষ্ঠানের জন্য।
|
অক্ষয় কুমারের প্রতিক্রিয়া
অক্ষয় কুমারও মোদীর এই নিমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনিও জানিয়েছেন , এই অনুষ্ঠান দেখবার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। পরিবেশের বিষয়ে এই অনুষ্ঠান কোন নতুন দিকে আলোকপাত করে সেদিকে নজর থাকবে তাঁরও।