For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া নাগরিকত্ব আইনের সমর্থনের জন্য একঝাঁক বলি তারকাকে নৈশভোজে আমন্ত্রণ মোদী সরকারের

নয়া নাগরিকত্ব আইনের সমর্থনের জন্য একঝাঁক বলি তারকাকে নৈশভোজে আমন্ত্রণ মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল দেশ। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে শুরু করে মুম্বইয়ের কেন্দ্রস্থলে বলি তারকাদের বিক্ষোভ প্রতিবাদের নজির ও পেয়েছে দেশবাসী।

 নয়া নাগরিকত্ব আইনের সমর্থনের জন্য একঝাঁক বলি তারকাকে নৈশভোজে আমন্ত্রণ মোদী সরকারের


এসবের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সিএএ সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জনপ্রিয় বলি তারকাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহসভাপতি জয় পাণ্ডা করণ জোহর, কবির খান, ফারহান আখতার, রিতেশ সিদ্ধওয়ানি সহ একাধিক বলি তারকাকে ৫ই জানুয়ারি মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। সূত্রের খবর, বৈঠকের পর নৈশভোজের ও ব্যবস্থা ছিল বিজেপির তরফে। সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত 'মিথ ও বাস্তবতা' নিয়ে আলোচনা করার জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমন্ত্রিতদের মধ্যে অধিকাংশই বৈঠকে অনুপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আমন্ত্রিত দের সম্পূর্ণ তালিকাও প্রকাশ করা হয়নি।

আমন্ত্রিতদের মধ্যে অন্যতম ফারহান আক্তার সিএএ-র বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার ছিলেন এবং আগস্টের ক্রান্তি ময়দানে অনুষ্ঠিত মুম্বাই মার্চেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকেরনাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

English summary
modi government invites bollywood star to dinner to gain support over new citizenship law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X