For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বিজ্ঞাপনে জনপ্রতিনিধি বলে জাহির, বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মিমি

‌বিজ্ঞাপনে জনপ্রতিনিধি বলে জাহির, বিতর্কে জড়ালেন মিমি

Google Oneindia Bengali News

ফের বিতর্কে জড়ালেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এক বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনে নিজের 'জনপ্রতিনিধি’ পরিচয় ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি।

কি বলছে আইন

কি বলছে আইন

আইনজীবীদের মতে, সাংসদদের আদর্শ আচরণ বিধিতে ‘স্বার্থের সংঘাত' সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। কেউ যদি এ নিয়ে মামলা করেন তবে মিমি তাঁর সাংসদ পদও হারাতে পারেন। । তবে তাঁর ঘনিষ্ঠ মহলের খবর, ভবিষ্যতে ওই বিজ্ঞাপনে তাঁর সংলাপ পাল্টে দেওয়া হবে। মিমির অনুগামীরা বিস্মিত, পুরোনো বিজ্ঞাপন নিয়ে এতদিন পরে হইচই হওয়ায়।

কী ছিল সেই তেলের বিজ্ঞাপনে?

কী ছিল সেই তেলের বিজ্ঞাপনে?

এই বিজ্ঞাপনে ছিলেন বিদ্যা বালনও। একটি আয়নার সামনে চুল বাঁধছিলেন মিমি। পিছন থেকে এসে বিদ্যা তাঁকে প্রশ্ন করেন, ‘চুল নিয়ে এখনও পড়ে?' জবাবে মিমি বলছেন, ‘আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য হেয়ারস্টাইল হওয়া দরকার।' বিজ্ঞাপনে ‘‌জনপ্রতিনিধ'‌ শব্দ ব্যবহার হওয়াতেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের প্রতিক্রিয়া

কোনও জনপ্রতিনিধি রাজ্য বা দেশের জন্য তৈরি বিজ্ঞাপনে নিজের নাম ব্যবহার করলে সমস্যা ছিল না। কিন্তু বাণিজ্যিক সংস্থায় এই পরিচয় ব্যবহার করায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এর আগেও সংসদের সামনে পাশ্চাত্য পোসাক পরে ছবি তোলায় ট্রোলড হয়েছিলেন মিমি ও নুসরত।

‌ছোট শহরের মেয়ের চরিত্রে কঙ্গনাই সেরা, ফের প্রমাণ করলেন '‌পাঙ্গা’‌তে‌ছোট শহরের মেয়ের চরিত্রে কঙ্গনাই সেরা, ফের প্রমাণ করলেন '‌পাঙ্গা’‌তে

English summary
Actress Mimi joins controversy by using her 'public representative' in a commercial company advertisement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X