বলিউডে শুধু মহিলারা মাদক নেন বুঝি, পুরুষরা ধোওয়া তুলসি পাতা! টুইটে কটাক্ষ মিমির
বলিউডে মাদক যোগ নিয়ে তরজা তুঙ্গে। সুশান্ত সিংয়ের মৃত্যু কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বলিউডে মাদক পার্টির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুধু অভিনেত্রীদেরই নয়, দেখা গিয়েছে অভিনেতাদেরও। অথচ এনসিবি বেছে বেছে অভিনেত্রীদেরই ডাকছে। এই বিষয়টি ঠিক মনঃপুত হয়নি সাংসদ–অভিনেত্রী মিমির। টুইটে এনসিবিকে খোঁচা দিয়ে পোস্ট করলেন তিনি।

মিমি টুইটে লেখেন, 'পিতৃতন্ত্রের অধিকারি বলিউডের মহিলারা হাশ সহ বিভিন্ন নিষিদ্ধ মাদক নেন। আর পুরুষেরা তো একেবারে স্বচ্ছ, তাঁরা বাড়িতে রান্না করেন ও ঘর পরিস্কার করেন। তাঁদের কোনও দোষ নেই। তাঁরা শুধু তাঁদের সহধর্মিনীদের জন্য চোখে জল নিয়ে, হাত জোড় করে প্রার্থনায় বলেন যে ইশ্বর ওদের রক্ষা করো।’ মিমির এই টুইট যে বেশ ব্যাঙ্গাত্মক তা দেখেই বোঝা যাচ্ছে। অভিনেত্রীর মতে, বলিউডে শুধু মহিলারাই নয় পুরুষরাও মাদক সেবন করেন।
প্রসঙ্গত, এনসিবির তদন্তে নাম উঠে এসেছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রিত সহ অন্যান্যদের। শুক্রবার এনসিবির মুখোমুখি হবেন দীপিকা ও রাকুল। শনিবার সারা ও শ্রদ্ধার এনসিবি দপ্তরে আসার কথা রয়েছে।