For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মি টু মুভমেন্ট': কেন ৩ টি ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন অদিতি রাও হয়দরি

'মি টু মুভমেন্ট' -এ এবার একের পর এক বলিউড তারকাকে ঘিরে বিতর্ক প্রকাশ্যে আসছে। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে তনুশ্রী দত্ত অভিযোগ তোলবার পর থেকেই সরগরম ভারতীয় চলচ্চিত্র।

  • |
Google Oneindia Bengali News

'মি টু মুভমেন্ট' -এ এবার একের পর এক বলিউড তারকাকে ঘিরে বিতর্ক প্রকাশ্যে আসছে। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে তনুশ্রী দত্ত অভিযোগ তোলবার পর থেকেই সরগরম ভারতীয় চলচ্চিত্র। এবার বলিউডের এক অচেনা অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অদিতি রাও হয়দরি। জানালেন কেন তিনি পর পর ৩ টি ছবি পর পর ছেড়ে দিয়েছেন।

কেন ৩ টি ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন অদিতি! মি টু মুভমেন্ট-এ আরও এক কাহিনি

অদিতির কাছে প্রশ্ন ছিল , স্টার কিড না হলে কি ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের সমস্যা কলাকুশলীদের বেশি সহ্য করতে হয়? জবাবে হায়দরাবাদের রাজ পরিবারের সদস্য অদিতি জানিয়েছেন, 'আমি আমার কথা বলতে পারি। নিজের টার্মসে চলাটা যে কোনও নবাগতার জন্য সমস্যার তবে অসম্ভব নয়। আমি তার উদাহরণ। আমার সুযোগ হয়তো কমবে তবে আমাকেই বেছে নিতে হবে, কীভাবে আমি এর সঙ্গে এগিয়ে যাব।' এখানেই শেষ নয়, অদিতি জানান, 'আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল। আর তারপর আমি ৩টে ফিল্ম থেকে বেরিয়ে আসি। আমি তখন নতুন ছিলাম। তবে এমনভাবে আমি বড় হয়েছি যে, আমি জানি কীভাবে নিজের সম্মান বজায় রেখে এগোতে হবে। যেখানে আমার সম্মানের সঙ্গে সমঝোতা করতে হয়, সেখানে আমি যেকোনও ফিল্মের সুযোগও ছেড়ে দিয়ে থাকি। '

অদিতি বলছেন, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, যেকোনও জায়গাতেই এই ধরনের সমস্যা আসতে পারে। যেখানে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ পাওয়া যাবে। তাঁদের মধ্যে কেউ যেমন মহিলা আসক্তিতে ভোগেন, তেমনই আবার অনেকে ভদ্রও হয়ে থাকেন। অদিতির দাবি, এরকম এক পুরুষতান্ত্রিক সমাজে চলাটা খুবই কঠিন।

English summary
As the #MeToo wave takes the country, especially Bollywood by storm, actress Aditi Rao Hydari recalled one such incident, which she faced initially in her career. However, the actress says that she never settled for anything lesser than dignity and respect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X