দেবীপক্ষে বলিউডে জোরদার 'মি টু মুভমেন্ট'! যৌন হেনস্থায় অভিযুক্ত রজত-অলোকরা
নানা পাটেকরকে নিয়ে তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে ক্রমেই সরগরম বলিউড। বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় যতটা তীব্র ততোধিক হারে প্রকাশ্যে আসছে একাধিক যৌন হেনস্থার ঘটনা। এই ঘটনায় নাম জড়িয়েছে অভিনেতা অলোকনাথ থেকে রজত কাপুরের।
দেবীপক্ষে ক্রমেই জোরদার হয়ে উঠছে বলিউডের এই 'মি টু মুভমেন্ট', যার সূত্রপাত হয়েছিল হলিউড থেকে। যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে ওঠে গোটা হলিউড। এবার কি তাহলে বলিউডের গোপন পর্দা ফাঁসের পালা!

অলোক নাথ
পরিচালক ও লেখিকা বিনতা নন্দা অভিযোগ তুলেছেন প্রায় ১৯ বছর আগে , তাঁকে ধর্ষণ করেন অভিনেতা অলোক নাথ। ফেসবুকে এই চাঞ্চল্য়কর অভিযোগের ভিত্তিতে ক্রমেই নিন্দার ঝড় তীব্র হচ্ছে অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে অলোক নাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিনতা।
|
রজত কাপুর
অভিনেতা রজত কাপুরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যৌন হেনস্থা। তাঁর বিরুদ্ধে দু'জন মহিলা এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মহিলা সাংবাদিক সন্ধ্যা মেননের দাবি, এক সাক্ষাৎকার চলবার সময় রজত এক মহিলা সাংবাদিককে প্রশ্ন করেন, তিনি যৌনতার দিক থেকে আকর্ষণীয় কি না! এছাড়াও একজন অ্যাসিটেন্ট ডিরেক্টরও রজতের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছেন। গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়ে রজত বলেন 'সরি'।

কৈলাস খের
তাঁর 'সইয়াঁ' গানে মন্ত্রমুগ্ধ হয়েছেন অনেকেই। সুরের মুর্চ্ছনায় ভুলিয়ে রাখা সেই বিখ্যাত গায়ক কৈলাস খেরের বিরুদ্ধেও অশ্লীলতার অভিযোগ তুলেছেন এক মহিা সাংবাদিক। ওই মহিলা চিত্র সাংবাদিক জানিয়েছেন , ২০০৬ সালে কৈলাস খেরের বাড়িতে এক সাক্ষাৎকার চলছিল। সেই সময় মহিলা সাংবাদিকের সঙ্গে আশালীন আচরণ শুরু করে দেন এই বিখ্যাত গায়ক। অভিযোগ, মহিলার গায়ে হাত দিতে শুরু করেন কৈলাস। ঘটনায় অস্বস্তিতে পড়ে যান ওই সাংবাদিক, পরে তিনি বেরিয়ে আসেন সেখান থেকে।
[আরও পড়ুন:ধর্ষণের অভিযোগ 'সংস্কারী' অলোক নাথের বিরুদ্ধে , চরম সিদ্ধান্ত 'সিন্টা'-র]

নানা পাটেকর
অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে প্রথমবার সরব হন তনুশ্রী দত্ত। ঘটনা ২০০৮ সালের। সেই সময় 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিং এর সময় নানা তনুশ্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ। সেই অভিযোগ নিয়ে ফের কিছুদিন আগেই সোচ্চার হন তনুশ্রী।
[আরও পড়ুন: 'মি টু মুভমেন্ট': কেন ৩ টি ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন অদিতি রাও হয়দরি]