For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানি মুখোপাধ্যায় অভিনীত মর্দানি ২-র বিরুদ্ধে অভিযোগ, লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ কোটাবাসীদের

মুক্তির আগেই বিতর্কে রানি মুখোপাধ্যায় অভিনীত মার্দানি ২। ছবিতে রাজস্থানের কোটা শহরের দৃশ্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মুক্তির আগেই বিতর্কে রানি মুখোপাধ্যায় অভিনীত মর্দানি ২। ছবিতে রাজস্থানের কোটা শহরের দৃশ্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ ছবিতে কোটা শহরকে অপরাধের কারখানা হিসেবে দেখা হয়েছে।

চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে ট্রেলার

চলতি সপ্তাহের বৃহস্পতিবার বহু প্রতিক্ষীত রানি মুখোপাধ্যায় অভিনীত মার্দানি ২-এর ট্রেলার রিলিজ করে। ট্রেলার দেখে বোঝা গিয়েছে ছবির পুরে গল্পটাই কোটা শহরকে কেন্দ্র করে তৈরি।

রাজস্থানের জনপ্রিয় এই শহরের ধর্ষণ ও খুনের মামলা সঙ্গে মেয়ে পাচারের বিষয় নিয়েই ছবির গল্প এগিয়েছে। সিনেমায় এক সিরিয়াল ধর্ষণকারী শহরের একের পর এক মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে। ছবিতে সত্যি ঘটনা অবলম্বনে বলে উল্লেখ করা হয়েছে।

কী নিয়ে অভিযোগ

সিনেমায় কোটা শহরকে অপরাধের আঁতুরঘর দেখানোতেই বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত এই শহর শিক্ষার্থীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। দেশের অন্য়তম এডুকেশনাল হাব হিসেবে কোটা শহর জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। সেই শহরকেই অপারাধের আতুঁরঘর দেখানোয় কোটাবাসীদের অভিযোগ ছবিতে এমন দৃশ্যায়নের ফলে শহরের ভাবমূর্তি নষ্ট হতে পারে।

লোকসভার স্পিকারের মন্তব্য

নিজেদের মতামত নিয়ে ইতিমধ্যে কোটাবাসীরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছেন।যা শুনে গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে বিড়লা জানিয়েছেন। তিনি বলেন, 'সিনেমার গল্প কাল্পনিক। সেক্ষেত্রে কোটা শহরের নাম জুড়ে দিয়ে শহরের নাম খারাপ করাটা অর্থহীন। '

English summary
Mardaani 2: Kota residents protest against movie, meet Lok Sabha speaker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X