For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানুশীকে নিয়ে এই মন্তব্যে চরম বিপাকে শশী, কড়া জবাব বিশ্বসুন্দরীরও

১৭ বছরের খরা কাটিয়ে সবে মাত্র দেশে ফিরেছে 'বিশ্ব সুন্দরীর' খেতাব। আর এবার সেই বিশ্বসুন্দরী মানুশিকে নিয়েই বিতর্ক তৈরি হল।

  • |
Google Oneindia Bengali News

১৭ বছরের খরা কাটিয়ে সবে মাত্র দেশে ফিরেছে 'বিশ্ব সুন্দরীর' খেতাব। আর এবার সেই বিশ্বসুন্দরী মানুশীকে নিয়েই বিতর্ক তৈরি হল। কংগ্রেস নেতা শশী থরুর এদিন মানুশিকে ও নোটবাতিল নিয়ে একটি তির্যক মন্তব্য় করেন। উল্লেখ্য় মানুশীর পদবী 'চিল্লর'কে নিয়ে তিনি কটাক্ষটি করতে যান। চিল্লর শব্দের অর্থ 'খুচরো পয়সা'। শশী লেখেন, " নোট বাতিল একটা বড় ভুল। বিজেপি-র বোঝা উচিত ছিল ভারতের নগদ এখনও সারা বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে। দেখুন আমাদের চিল্লার মিস ওয়ার্ল্ড হয়ে গিয়েছেন। "

মানুশীকে নিয়ে এই মন্তব্যে চরম বিপাকে শশী, কড়া জবাব বিশ্বসুন্দরীরও

শশী থারুরের এই মন্তব্যের পরই তীব্র সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে চুপ থাকেননি বিতর্কের কেন্দ্রে থাকা বিশ্বসুন্দরী মানুশীও। মানুশি টুইট বার্তায় জানিয়েছেন," যে মেয়েটি সারা বিশ্ববিজয় করেছে , সে কারোর মুখের কথায় মন খারাপ করার পাত্রী নয়। ....... 'চিল্লর' কথাটির মধ্যে 'চিল' শব্দটিও আসে, তা ভুললে চলবে না। " শুধু টুইট বার্তাই নয়, এই টুইট টি মানুশি, শশী থারুর ও টাইমসগ্রুপের এমডি বিনীত জৈনকেও ট্যাগ করে লিখেছেন।

যদিও পরে বিপাকে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন শশী থারুর। তবে থারুরের ক্ষমা চাওয়া সত্ত্বেও , তাঁকে এত সহজে ছেড়ে দিতে নারাজ জাতীয় মহিলা কমিশন। কমিশন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি বিবৃতিতে জানিয়ছে, খুব শিঘ্রই থরুরকে এই মর্মে একটি সমন পাঠাতে চলেছে জাতীয় মহিলা কমিশন।

English summary
Miss World 2017 Manushi Chhillar on Monday said she was not upset that Congress leader Shashi Tharoor referred to her as “chillar”, which means small change.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X