অসামান্য নওয়াজউদ্দিন! 'মান্টো'-র ট্রেলারে উঠে এল অনবদ্য বার্তা
শিল্পী হিসাবে তিনি প্রতিষ্ঠিত, তিনি অনেক আগেই প্রমাণ করেছেন তাঁর দক্ষতা, প্রমাণ করেছেন বলিউডের তাঁকে প্রয়োজন। তবে এবার এসমস্ত দিককে ছাপিয়ে গেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সৌজন্যে নন্দিতা দাস পরিচালিত 'মান্টো' ছবির ট্রেলার।

হাস্য কৌতূকের চরিত্র, গম্ভীর চরিত্র, খলনায়ক, নায়ক ..সমস্ত দিক থেকে বলিউডে দাপটে অভিনয় করে চলেছেন নওয়াজউদ্দিন। তাঁর অভিনীত সাম্প্রতিক ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস' এই মুহূর্তের অন্যতম চর্চিত অনুষ্ঠান। আর এবার সাহিত্যিক সাদাত হাসান মান্টোর চরিত্রে নওয়াজ। বিষয়টি যে অসামান্য হয়ে উঠবে, তা আগে থেকেই আশা করা গিয়েছে। তবে এই বায়োপিকের ট্রেলার প্রকাশ হতে সেই আশাকে ছাপিয়ে ভক্তদের মুগ্ধ করার মতো অভিনয় দক্ষতা উপহার দিলেন নওয়াজ।
'মান্টো' ছবিটি বিখ্যাত সাহিত্যিক সাদাত হাসানের বায়োপিক হলেও, এর ট্রেলার প্রশ্ন তুলেছে একাধিক বিষয় নিয়ে। নন্দিতা দাসের এই ছবির ট্রেলার সাদাকে সাদা কালোকে কালো হিসাবে দেখিয়েছে। দেশের সামনে বেশ কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন রখেছে। স্বাধীনতা দিবসের দিন এমন একটি ট্রেলার দিয়েই পথ চলা শুরু করল নওয়াজর পরবর্তী ছবি 'মান্টো'। ছবিটি মুক্তি পাবে ২১ সেপ্টেম্বর।