For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল 'মনমর্জিয়াঁ'-র ছবির কয়েকটি দৃশ্য, কেন এমন নির্দেশ প্রশাসনের

মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্কে অনুরাগ কশ্যপের ফিল্ম 'মনমর্জিয়াঁ'। ছবির বেশ কয়েকটি দৃশ্য ঘিরে আপত্তি তুলেছে শিখ সম্প্রদায়। তাঁদের দাবি, ছবির বেশ কয়েকটি দৃশ্য তাঁদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে।

  • |
Google Oneindia Bengali News

মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্কে অনুরাগ কশ্যপের ফিল্ম 'মনমর্জিয়াঁ'। ছবির বেশ কয়েকটি দৃশ্য ঘিরে আপত্তি তুলেছে শিখ সম্প্রদায়। তাঁদের দাবি, ছবির বেশ কয়েকটি দৃশ্য তাঁদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে। আর তার জেরেই জম্মুর জেলাশাসক ছবির কিছু দৃশ্য বাতিল করার নির্দেশ দেন।

বাতিল মনমর্জিয়াঁ-র ছবির কয়েকটি দৃশ্য, কেন এমন নির্দেশ প্রশাসনের

জম্মুর জেলাশাসকের নির্দেশে বলা হয়েছে, ছবির বেশ কয়েকটি দৃশ্য শিখ সম্প্রদায়কে আঘাত করছে। যার জন্য সেই সমস্ত দৃশ্য ছবি থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, তাপসী পান্নু, অভিষেক বচ্চন, অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে গত ১৪ সেপ্টেম্বর। মুক্তির পর থেকে বিতর্কে জড়িয়ে পরে ফিল্ম । ছবিতে একটি জায়গায় দেখা যায় যে, শিখ ধর্মাবলম্বীর চরিত্রে আপত্তিকরভাবে ধূমপান করছেন অভিষেক। পাশাপাশি তাঁকে আপত্তিকর ভঙ্গিতে পাগড়ি খুলতে দেখা যায়। ২৯ সেকেন্ডের ওই দৃশ্য ঘির উঠছে আপত্তি। এছাডা়ও তাপসী পান্নু ও অভিষেকের গুরদ্বারায় প্রবেশের দৃশ্য নিয়েও রয়েছে বিতর্ক। বিতর্ক উঠছে ছবিতে তাপসী পান্নুর ধূমপান নিয়েও।

এদিকে, ফিল্মের প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ছবি থেকে তুলে নেওয়া হয়েছে আপত্তিকর ৩ টি দৃশ্য। নির্মাতারা জানিয়েছেন ছবি ঘিরে শিখ সম্প্রদায়ের ব্যক্তিত্বদের ভাবাবেগ আহত হওয়াতেই এমন সিদ্ধান্ত।যে ৩টি দৃশ্যকে ছেঁটে ফেলা হয়েছে, আজকের শো-থেকে তা প্রযোজ্য হবে। ফলে আজকের শো থেকে ওই ৩ টি দৃশ্য আর দেখা যাবে না।

English summary
Authorities on 19 September ordered deletion of four scenes from Anurag Kashyap's Manmarziyan before its screening in Jammu. The order was passed by district magistrate, Jammu, Ramesh Kumar following a representation by a Sikh organisation, which said the film had hurt the religious sentiments of the community, officials said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X