For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরোণাপন্ন মাকে শেষবারের মতো ‌গান শোনালেন ছেলে, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

মরোণাপন্ন মাকে শেষবারের মতো ‌গান শুনিয়ে ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

সন্তান এবং মায়ের সম্পর্ক একটা শব্দে কখনই বিশ্লেষণ করা যাবে না। আর এই মহামারি আবহে কত সন্তান যে মা হারা হয়েছেন তা বলা খুব কঠিন। সেরকমই এক ছেলে হাসপাতালে কোভিডে আক্রান্ত মাকে শেষবারের মতো ভিডিও কলে গান করে শোনালেন '‌তেরা মুঝসে হ্যায় পহেলা কা নাতা কোই’‌, যা হাজার হাজার নেটিজেনের চোখে জল এনে দিয়েছে। মন খারাপ করা এই ভিডিওটি গত সপ্তাহে চিকিৎসকরা শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি আরও একটি ভিডিও শেয়ার করেছেন একই গান গেয়ে তবে এবারে তাঁর পাশে তাঁর মা নেই, এই ভিডিও নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।

মরোণাপন্ন মাকে শেষবারের মতো ‌গান শোনালেন ছেলে, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

ইনস্টাগ্রামে একই গান শেয়ার করে কলকাতার বাসিন্দা সোহম চট্টোপাধ্যায় লিখেছেন, '‌মা এবং আমি দু’জনেই সুর দিয়ে বাঁধা ছিলাম। সুর দিয়েই আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা ব্যক্ত করতাম। তেমন এই গানটাও আমাদের গান ছিল। আমি তোমায় ভালবাসি মা। তোমাকে ছেড়ে থাকা খুব কঠিন।’‌ প্রসঙ্গত, গত ১৩ মে সোহমের মা সঙ্ঘমিত্রা চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে সোহমের সঙ্গে তিনি ভিডিও কলে এই গানের মাধ্যমেই কথা বলেন। এই টুইটের স্ক্রিনশটও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সোহম তাঁর ফেসবুকের পোস্টে জানিয়েছেন যে তাঁর এবং মায়ের সম্পর্কের সঙ্গে এই গানটি কতটা অর্থবহন করে। সোহম লেখেন, '‌আমি যখনই মায়ের ওপর একটু রেগে থাকতাম, মা আমার জন্য এই গানটি গাইতেন আর আমার রাগ ভেঙে যেত। নৈশভোজ বা ছোটখাটো কনসার্টে আমাদের দু’‌জনকে এই গানটি একসঙ্গে গাওয়ার জন্য বলা হত। মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, আমার অনুপ্রেরণা ছিলেন এবং আমি আমার মায়ের থেকে গানের শিক্ষা পেয়েছি এবং তিনি আমার গান গাওয়ার সঙ্গী ছিলেন।’‌

ডাঃ দীপশিখা ঘোষ, যাঁকে ভিডিও কলটি করে সোহম তাঁর মৃত্যপথযাত্রী মাকে গানটি শুনিয়েছিলেন, তিনি এই বিশেষ মুহূর্তটি বিশ্লেষণ করে জানান যে এই মুহূর্তটি তাঁর মনে সারাজীবন গেঁথে থাকবে এবং কলকাতার এই বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরাও সেই সময় কতটা আবেগঘন হয়ে পড়েছিলেন। সাম্প্রতিক ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে ঘোষ টুইটে লেখেন, '‌এই গান পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, তুমি যেমনটা বলতে সোহম, তোমার মাধ্যমেই তোমার মা বেঁচে রয়েছেন।’‌ সোহেমর এই গান এতটাই ভাইরাল হয়েছে যে অর্জুন কাপুর সহ অনেক তারকারাই এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন এবং সোহমকে এই সময় শক্ত থাকতে বলেছেন।

English summary
Viral video of son, who sang last song for the dying mother, sings again in tribut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X