For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা সিরিয়ালের জট কাটাতে ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী, শুরু নয়া উদ্যোগ

বেশ কয়েকদিন ধরে টালিগঞ্জে প্রযোজনা সংস্থা ও আর্টিস্ট ফোরামের মধ্যে সংঘাতের ছবিটা ক্রমেই প্রকট হয়ে আসছিল। কলাকুশলীদের ধর্মঘটের জেরে বহু দিন ধরে বন্ধরয়েছে বাংলা মেগা সিরিয়ালগুলির শ্যুটিং এর কাজ।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরে টালিগঞ্জে প্রযোজনা সংস্থা ও আর্টিস্ট ফোরামের মধ্যে সংঘাতের ছবিটা ক্রমেই প্রকট হয়ে আসছিল। কলাকুশলীদের ধর্মঘটের জেরে বহু দিন ধরে বন্ধরয়েছে বাংলা মেগা সিরিয়ালগুলির শ্যুটিং এর কাজ। এমন পরিস্থিতিতে দু'পক্ষের বার বার বৈঠকেও যখন সমাধান সূত্র মিলল না, তখন আজ নবান্নে বিশেষ বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বৈঠকে বসতে চলেছেন মুখ্য়মন্ত্রী।

বাংলা সিরিয়ালের জট কাটাতে ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী, শুরু নয়া উদ্যোগ

বুধবার থেকেই রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে সমস্যা সামাধানের চেষ্টা শুরু হয়। যার প্রেক্ষিতে এদিন প্রযোজক, কালকুশলী, অভিনেতাদের সমস্ত পক্ষকে নিয়ে নবান্নে বাঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এদিন হাজির থাকছেন মন্ত্রী আরূপ বিশ্বাসও। এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র উঠে আসবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আর্টিস্ট ফোরামের দাবি দাওয়ার মধ্যেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং , সংক্ষেপে মউ নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে টালিগঞ্জে। এই চুক্তি অনুযায়ী টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠন টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া ও হল মালিক, এবং প্রযোজনা সংস্থার মধ্যে ত্রিবার্ষিক চুক্তি নিয়ে নয়া জট তৈরি হয়েছে। যার জেরে বন্ধ হতে পারে সিনেমার শ্যুটিংও।

আপাতত যা পরিস্থিতি, তাতে সিরিয়ালের পাশাপাশি বন্ধ হতে বসেছে নন ফিকশন অনুষ্ঠানেরও শ্যুটিং। বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে সিরিয়ালের শ্যুটিংও। এরকম এক পরিস্থিতিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে আয়োজিত বিশেষ বৈঠক রীতিমত গুরুত্বপূর্ণ।

English summary
Mamata Banerjee to hold meeting on bengali serial artists problem in Nabanna .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X