For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বার্তা নিয়ে 'এই বাংলা আমার হাসবে আবার' এর ভিডিও প্রকাশ্যে! একসঙ্গে যীশু থেকে পরম-পাওলি-আবিররা

মমতার বার্তা নিয়ে 'এই বাংলা আমার হাসবে আবার' এর ভিডিও প্রকাশ্যে! একসঙ্গে যীশু থেকে পরম-পাওলি-আবিররা

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে বাংলার মানুষদের সচেতন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 'ঝড় থেমে যাবে একদিন' শর্ট ফিল্মটি তৈরি হয়েছিল। এবার পরিচালক রাজ চক্রবর্তীর উদ্যোগে তাঁর প্রোডাকশন হাউস তৈরি করল 'এই বাংলা আমার হাসবে আবার' নামাঙ্কিত একটি নয়া ভিডিও। যেখানে ঋত্বিক চক্রবর্তী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দামদের দেখা গেল।

ভালো থাকার বার্তা

ভালো থাকার বার্তা

'ঝড় থেমে যাবে একদিন' শর্ট ফিল্মটি নিয়ে রাজনীতির পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বাংলায়। এরমধ্যে টালিগঞ্জ থেকে এল আরও একটি অনুপ্রেরণায় ভিডিও। যেখানে বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'সকলের মনোবল বাড়ানোর জন্যে আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা। আপনিও মন ভালো করার জন্য আমাদের সঙ্গে প্রাণ খুলে গাইতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন। '

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

শর্ট ফিল্মে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা যায়নি। তবে রাজ চক্রবর্তীর পরিচালিত এই ভিডিওতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। লকডাউনের মধ্যে শ্য়ুটিং করা এই ভিডিওতে মমতা বলেন ' দুর্যোগ একটা শব্দ , শুনলেই সবাই ভয় পায়, ভয় সবাই জব্দ, দুর্যোগ একটা শব্দ..। '

'বাংলাকে জেতাতে হবে'

'বাংলাকে জেতাতে হবে'

মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওতে সাফ বলেন, দুর্যোগের সঙ্গে লড়াই করে, বাংলাকে জেতাতে হবে ও দেশকে জেতাতে হবে। ফলে মাস্ক পরে , এই সমস্যার সমাধান করতে হবে বলে বার্তা দেন মমতা।

শুভশ্রী-নুসরত থেকে পরম-আবির-যীশু

একই ভিডিওতে শুভশ্রী থেকে শুরু করে বাংলার তাবড় অভিনেত্রী নুসরত ও পাওলা দামকেও দেখা গিয়েছে এই ভিডিওতে । মাল্টিস্টারকাস্টের এই ভিডিও করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলতেই তৈরি হয়েছে বলে জানান দিচ্ছে রাজ চক্রবর্তী প্রোডাকশন।

English summary
Mamata Banerjee gives message on Coronavirus on 'Bangla Amar Hasbe Abar 'video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X