মালয়ালম ছবি জাল্লিকাট্টু ভারতের পক্ষ থেকে প্রবেশ করল অস্কার ২০২১–এ
ভারতীয় সিনেমার জয়জয়কার আন্তর্জাতিক স্তরে। মালয়ালম ছবি জাল্লিকাট্টু ভারতের পক্ষ থেকে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে প্রবেশ করল।

২৭টি ছবির মধ্যে এই জাল্লিকাট্টুকেই বেছে নেওয়া হয়েছে। এই ছবিটি যে সিনেমাগুলির সঙ্গে ছিল, সেগুলি হল দ্য ডিসিপেল, শকুন্তলা দেবী, শিকারা, গুঞ্জন সাক্সেনা, ছপাক, একে ভার্সেস একে, গুলাবো সিতাবো, ভোঁসলে, ছলাঙ্গ, এব অ্যালে ও!, চেক পোস্ট, অটকান ছটকান, সিরিয়াস মেন, বুলবুল, কামিয়াব, দ্য স্কাই ইজ পিঙ্ক, চিন্টু কা বার্থডে এবং বিটারসুইট।
পরিচালক লিজো জোস পেল্লিসরির ছবি জাল্লিকাট্টুতে অভিনয় করেছেন অ্যান্টনি ভার্ঘেস, চেম্বন বিনোদ জোস, সাবুমন আবদুসামদ এবং শান্তি বালাচন্দ্রন। এই ছবি মুক্তির পর সমস্ত জায়গা থেকে ছবির রিভিউ অত্যন্ত ভালো আসে। প্রসঙ্গত, দেশের দক্ষিণাংশে বিতর্কিত ও জনপ্রিয় ষাঁড়ের সঙ্গে লড়াইকেই জাল্লিকাট্টু বলা হয়, এই খেলার নামেই সিনেমা নামকরণ। এই ছবির গল্প হল, একদল যুবক তাঁদের গ্রামের হিংস্র ষাঁড়কে থামানোর জন্য একত্রিত হন। একটা সাক্ষাতকারে ছবির পরিচালক লিজো বলেন, 'মানুষ ও প্রাণীর মধ্যে পার্থক্য হ্রাস পাচ্ছে। আমরা তা অন্বেষণ করে এবংসেই জায়গাটিকে ধরে রেখে কাজ করেছি।’
গত বছর জোয়া আখতারের গুল্লি বয় ভারতের হয়ে অস্কারের জন্য বাছাই হওয়ার পরও মনোনীত হতে পারেনি। শেষ ভারতীয় ছবি হিসাবে শ্রেষ্ঠ বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছিল ২০০২ সালে লগান। বেশ কয়েক বছর ধরে ভিলেজ রকস্টার, নিউটাউন, কোর্ট, বিসারানাই, বরফি, ইন্ডিয়ান, পিপলি লাইভ অস্কারে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল। আগামী বছর ২৫ এপ্রিল অস্কার অনুষ্ঠান হবে, যা সাধারণত ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার হত।