For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবান শাসনের রক্তচক্ষুকে ভয় না পাওয়া মালালার জীবনী এবার রূপোলী পর্দায়, মুক্তি ৩১শে জানুয়ারি

তালিবান শাসনের রক্তচক্ষুকে ভয় না পাওয়া মালালার জীবনী এবার রূপোলী পর্দায়, মুক্তি ৩১শে জানুয়ারি

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে সিনেমা প্রেমীরা পেতে চলেছেন নতুন উপহার। কনিষ্ঠতম নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজায়ির জীবনী এবার আসতে চলেছে বড়পর্দায়। মালালার জীবনী নিয়ে তৈরি 'গুল মাকাই' নামের এই সিনেমার পরিচালনা করছেন আমজাদ খান এবং প্রযোজক সঞ্জয় সিঙ্গলা। সব ঠিক থাকলে আগামী ৩১শে জানুয়ারিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

 তালিবান শাসনের রক্তচক্ষুকে ভয় না পাওয়া মালালার জীবনী এবার রূপোলী পর্দায়, মুক্তি ৩১শে জানুয়ারি


ছবি নিয়ে ছবি নিয়ে পরিচালক আমজাদ খানের বক্তব্য, ২০০৯ সালে পাকিস্তানের সোয়াট ভ্যালিতে তালিবান সন্ত্রাসবাদীদের জিয়াউদ্দিন ইউসুফের পরিবারের সঙ্গে কী করেছিল সেই গল্প বলবে 'গুল মাকাই'।

পাকিস্তানের সোয়াট ভ্যালিতে মহিলাদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান গোষ্ঠী। তালিবানদের রক্তচক্ষুকে ভয় না পেয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন মালালা। ফলস্বরূপ, ২০০৯ সালে সোয়াট ভ্যালিতে জিয়াউদ্দিন ইউসুফজায়ের পরিবারের উপর হামলা চালায় তালিবানেরা। শিক্ষার অধিকার চাওয়া মেয়েটির কপালে জুটেছিল তিন-তিনটি বুলেট। ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ।এছাড়াও দেখা যাবে, দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠি, অতুল কুলকার্নি, মুকেশ ঋশির মতো জনপ্রিয় অভিনেতাদের।

প্রসঙ্গত, জিয়াউদ্দিন ইউসুফজাইয়ের মেয়ে মালালা বিবিসি উর্দু ওয়েবসাইটে 'গুলশান মাকাই' ছদ্মনামে পাকিস্তানের সোয়াট ভ্যালিতে তাদের উপর ঘটে চলা অত্যাচারের কথা ব্লগের মাধ্যমে প্রকাশ করেছিলেন। লেখনীকে হাতিয়ার করে সোচ্চার হয়েছিলেন তালিবানদের বিরুদ্ধে। মেয়েদের শিক্ষার অধিকারে সোচ্চার হয়েছিলেন মালালা। বন্দুকের নলের সামনেও দমানো যায়নি মালালাকে। নোবেল পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের তরফে শতাব্দীর জনপ্রিয় তরুণীর তকমাও জুটেছে মালালার।

English summary
A biopic of Nobel Laureate Malala is about to be release on 31st January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X