For Quick Alerts
For Daily Alerts
(ভিডিও) এক্সক্লুসিভ : মেকিং অব 'বজরঙ্গী ভাইজান'

'হিট অ্যান্ড রান' মামলায় শাস্তির ফাঁড়া কাটিয়েই সলমন খান ছুটেছিলেন কাশ্মীর। সেখানে তাঁর 'বজরঙ্গী ভাইজান'-এর শুটিং শেষ করেন তিনি। তখন থেকেই প্রচার শুরু হয়ে যায় ছবির। কাশ্মীরে শুটিং শেষ করে সেখানকার উপত্যকার অসাধারণ সৌন্দর্যকে নিজের ভাষায় ব্যক্ত করেন সলমন।
এরপর কিছুদিন আগে শাহরুখ খান ও আমির খান সলমনের ছবির প্রচারের জন্য টুইট করেন। ফলে সবমিলিয়ে আলাদা মাত্রা পেয়েছে ছবিটি।
আগামী ঈদে মুক্তি পাবে কবীর খান নির্দেশিত বজরঙ্গী ভাইজান। এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সলমনপ্রেমীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সল্লু ভাইয়ের লুক এই সিনেমায় একেবারে অন্যরকম। এক কাশ্মীরি যুবকের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসুন একঝলকে দেখে নিন সিনেমার এক্সক্লুসিভ মেকিং।