For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া' নিয়ে কোন দাবি তুললেন সুস্মিতা

বিশ্ব সুন্দরীর তাজ যখন তাঁর মাথায় উঠেছিল, তার আগেই ,সেই প্রতিযোগিতা মঞ্চে বঙ্গ তনয়া সুস্মিতা সেন বলেছিলেন তিনি ভবিষ্যতে সন্তান দত্তক নিতে আগ্রহী।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব সুন্দরীর তাজ যখন তাঁর মাথায় উঠেছিল, তার আগেই ,সেই প্রতিযোগিতা মঞ্চে বঙ্গ তনয়া সুস্মিতা সেন বলেছিলেন তিনি ভবিষ্যতে সন্তান দত্তক নিতে আগ্রহী। আর ঠিক সেই মতোই দুই মেয়েকে দত্তক নিয়ে একক মাতৃত্বের অন্যতম সফল উদাহরণ হয়ে ওঠেন এই বলিুড তারকা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে সুস্মিতা এই সন্তান দত্তক নেওয়ার বিষয়ে মুখ খুলে এক প্রাসঙ্গিক দাবি তোলেন।

সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া নিয়ে কোন দাবি তুললেন সুস্মিতা

'দত্তক সন্তান'..এই বিষয়টি নিয়ে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা তথা বেশ কিছু গোঁড়া চিন্তা ভাবনা দেখা যায়। আর সেই সমস্ত পুরনো চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেলতেই ২৫০ওয়াইএফআলও-র আলোচনা সভা। সেই আলোচনা সভায় দত্তক সন্তান নিয়ে একাধিক তথ্য উঠে আসে। বক্তব্য, রাখেন বিশিষ্ট চিকিৎসক থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তব্য রাখেন সুস্মিতা সেন।

সুস্মিতা নিজে দুই দত্তক কন্যা সন্তানের মা। আর তাঁর এই মাতৃত্ব ঘিরে তিনি যে কতটা গর্বিত তা বহুবার প্রকাশ করেছেন সুশ। তবে এবার তাঁর দাবি দত্তক সন্তান নেওয়ার প্রক্রিয়া যেন একটু ছোট করা হয়। তাহলে তাতে সুবিধা হয় দত্ত নিতে ইচ্ছুক অভিভাবকদের।

English summary
Make adoption less tedious Sushmita Sen to authorities and the Government .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X