মেয়ের বয়সী নায়িকাকে জড়িয়ে মহেশ, ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
কিছুদিন আগেই ৭০ তম জন্মদিন উদযাপন করেন পরিচালক মহেশ ভাট। তাঁর জন্মদিনের দিন ঘোষাণা করা হয় তাঁর পরবর্তী ছবি 'সড়ক ২' সম্পর্কে। মহেশ ভাটের জন্মদিনে বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় পরিচালকের ছবি পোস্ট করেন। সেভাবেই মহেশ ভাটের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন অভিনেত্রী রিহা চক্রবর্তী।

'জলেবি' ছবির অভিনেত্রী রিহার সঙ্গে মহেশের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে, তা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই ছবির ধরন দেখে তা নিয়ে মন্তব্য করতে শুরু করেন। বিগবস প্রতিযোগী অনুপ জলোটা- জসলিন মাথারুর সম্পর্কের প্রসঙ্গ টেনে অনেকেই মহেশ-রিহার ছবির তুলনা করেন। উল্লেখ্য, মহেশ ভাটকে সোশ্যাল মিডিয়া পোস্ট-এ 'বুদ্ধা' বলে মন্তব্য করেন রিহা। যা নিয়েও কটাক্ষের ধড় বয়ে গিয়েছে।
View this post on InstagramA post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on Sep 19, 2018 at 11:47pm PDT
আর রিহার সঙ্গে মহেশের এই সমস্ত ছবি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি রিহা বা মহেশ ভাট কেউই।