For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুশান্ত কাণ্ডে আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে ভৎর্সিত মহারাষ্ট্র সরকার

সুশান্ত কাণ্ডে আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে ভৎর্সিত মহারাষ্ট্র সরকার

Google Oneindia Bengali News

সুশান্ত কাণ্ডে বিহার পুলিশকে সাহায্য করতে আসা আইপিএস অফিসারকে মুম্বইতে কোয়ারেন্টাইনে রাখার জন্য বুধবার সুপ্রিম কোর্ট তীব্র ভৎসর্না করল মহারাষ্ট্র সরকারের। রবিবার সকালে ওই আইপিএস অফিসার মুম্বই পৌঁছান বলে জানা গিয়েছে।

সুশান্ত কাণ্ডে আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে ভৎর্সিত মহারাষ্ট্র সরকার


সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানান যে মহারাষ্ট্রের পদক্ষেপ সঠিক বার্তা প্রেরণ করেনি। শীর্ষ কোর্টের একক বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে বিহার পুলিসের নেতৃত্বাধীন আইপিএস অফিসার শুধু তাঁর তদন্তের স্বার্থে এসেছিলেন এবং সরকারের উচিত ছিল তাঁর সঙ্গে পেশাগত আচরণ করা। মুম্বই পুলিশের ওপর অভিযোগ উঠেছিল যে পাটনা পুলিশ অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃশিকেশ রায় বলেন, '‌ঠিক বার্তা যায়নি। আপনাদের উচুত ছিল সবকিছু পেশাগতভাবে করা এবং সব প্রমাণকে রক্ষা করা।’‌ তিনি এও জানান যে সত্য উদঘাটন হওয়া উচিত।

মুম্বই ও বিহার পুলিশের তদন্ত নিয়ে দন্দ্বের মাঝেই কেন্দ্র সরকার সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের আর্জিতে সম্মতি প্রদান করেছে। বিহার সরকারের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল।

রিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টরিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

English summary
maharashtra govt to sue supreme court for quarantining ips officer in sushant case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X