বচ্চন পরিবার সুস্থ না হওয়া পর্যন্ত চলবে মৃত্যুঞ্জয় যজ্ঞ, আয়োজন কলকাতায়
করোনা ভাইরাসে আক্রান্ত অমিতাভ বচ্চন সহ গোটা পরিবার। স্বাভাবিকভাবেই বিগ বির ভক্তরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। কলকাতায় অমিতাভের ভক্তরা তাঁর ও তাঁর পরিবারের কল্যাণ কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছেন। অমিতাভের ভক্তরা জানিয়েছেন যে যতদিন না অমিতাভ ও তাঁর পরিবার করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন ততদিন এই যজ্ঞ চলবে।

চলছে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ
রবিবার থেকে ক্রমাগত এই যজ্ঞ চলছে। প্রথমে অমিতাভের ভক্তরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিগ বির নামে উৎসর্গীকৃত মন্দির যা বন্ডেল গেট এলাকায় অবস্থিত সেখানে এই যজ্ঞ করার কথা থাকলেও, অনবরত ভারী বৃষ্টির জেরে ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যজ্ঞের স্থান বদল করা হয়। অমিতাভ বচ্চনের ভক্ত সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় পতোদিয়া বলেন, ‘বচ্চন পরিবার যতদিন না সুস্থ হয়ে উঠছেন এই যজ্ঞ চলতে থাকবে।' তিনি আরও বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম এই যজ্ঞ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেনশার মন্দিরে করা হবে, কিন্তু বৃষ্টির জন্য জল জমে যাওয়ার কারণে আমার ফ্ল্যাটেই এই রীতি পালন করছি, যা ঠিক মন্দিরের পাশেই।'

বচ্চন পরিবার করোনা আক্রান্ত
৭৭ বছরের অমিতাব ও তাঁর পুত্র অভিষেক বচ্চন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ জুলাই তাঁদের কোভিড পজিটিভের রিপোর্ট আসার পর তা টুইটারে জানানো হয়। অভিষেকের স্ত্রী ঐশ্বর্য ও তাঁদের আট বছরের কন্যা আরাধ্যাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। কিন্তু তাঁরা বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা যায়।

মন্দির তৈরি হয় ২০০১ সালে
২০০১ সালে অমিতাভ বচ্চনকে উৎসর্গ করে এই মন্দির তৈরি করা হয়, যেখানে সুপারস্টারের বিশাল মূর্তি রয়েছে। এই মন্দিরে অমিতাভ তাঁর বিভিন্ন সিনেমায় পরেছেন এমন পোশাক, জুতো ও চশমা রাখা রয়েছে। অমিতাভ এত বছর ধরে এই জিনিসগুলি সংগঠনকে উপহারল হিসাবে দিয়ে এসেছেন। প্রত্যেকদিন এই মন্দিকে পুজো হয়, এমনকী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় একদিনও পুজো থেমে থাকেনি। বিশেষভাবে রচিত অমিতাভন চল্লিসাও আরপতির সঙ্গে পড়েন তাঁর ভক্তরা। পতোদিয়া বলেন, ‘লকডাউন শুরু হওয়ার পর থেকে মন্দিরে আমরা কোনও দর্শনার্থীকে প্রবেশ করতে দিইনি। যজ্ঞতেও খুব সীমিত সংখ্যার ভক্তরাই উপস্থিত রয়েছেন।'

অমিতাভ বচ্চনের দ্বিতীয় জন্মদিন পালন
৩৭ বছর আগে কুলি সিনেমার শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হন অমিতাভ। সেই বছর ২ অগাস্ট তিনি নতুন জীবন লাভ করেন এবং সুস্থ হয়ে ওঠেন। অমিতাভের ফ্যানেরা সেই দিনটিও উদযাপন করেন এবং মহা ধুমধামের সঙ্গে পালন করা হয়। পতোদিয়া বলেন, ‘আমরা ২ অগাস্টকে বচ্চন স্যারের দ্বিতীয় জন্মদিন হিসাবে ধরি। সব ধরনের সামাজিক বিধি নিধেধ মেনে এ বছরও আমরা এই দিনটি পালন করব। মন্দিরের ভেতর ভক্তদের ঢোকার অনুমতি না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে তা দেখা যাবে।' ঘূর্ণিঝড় আম্ফানের সময় কলকাতার হাল হকিকৎ জানতে পতোদিয়াকে এসএমএস পাটান অমিতাভ বচ্চন, যা মন ছুঁয়ে যায় পতোদিয়ার। তিনি বলেন, ‘বচ্চন স্যার ও তাঁর পরিবার আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা সম্পর্কে অবগত। তিনি, অভিষেক বচ্চন, জয়া জি, ঐশ্বর্য জি আমাদের চেনেন। অমিতাভ জি আমাদের করোনা ভাইরাস প্রকোপের সময় সাবধানে থাকতেও বলেছেন।'
