২১ বছর পর 'প্রাক্তন' সঞ্জয়কে পাশে মাধুরী! 'কলঙ্ক'-এর প্রচারে কী বলে ফেললেন 'ধকধক গার্ল'
'সাজন' থেকে 'খলনায়ক' হয়ে ওঠা সঞ্জয় দত্তের জীবন ঘিরে একাধিক বিতর্কিত অধ্যায় সামনে এসেছে। জনপ্রিয়তার শিখর থেকে জেলবন্দি অবস্থা , ব্যক্তিগত জীবনের একাধিক দোলাচল বারবার খবরে রেখেছে সঞ্জয় দত্তকে। এরই মধ্যে সঞ্জয় দত্তের জীবনে অন্যতম বিতর্কিত অধ্যায় মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর সম্পর্ক। যে সম্পর্কের প্রসঙ্গ ফের একবার ২১ বছর পর উস্কে গেল 'কলঙ্ক' ছবির দৌলতে।

'ইলাকা' ,'খলনায়ক','সাজন' র মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তকে। সম্পর্ক যখন একটু এগিয়েছিল ,ঠিক সেই সময়ই অস্ত্র রাখার দায়ে জেলবন্দি হন সঞ্জয় । আর রাতারাতি 'সাজন ' থেকে 'খলনায়ক' হয়ে যান তিনি। ধীরে ধীরে মাধুরী দূরত্ব রাখতে শুরু করে সঞ্জয়ের সঙ্গে। শেষে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বলে বলিউডের ইতিউতি শোনা যায়। এই ঘটনার ঠিক ২১ বছর পর ফের একবার পাশাপাশি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। প্রেক্ষাপট 'কলঙ্ক' ছবির প্রেসকন্ফারেন্স।আর সেখানেই 'প্রাক্তন' সঞ্জয়কে পাশে নিয়ে মাধুরী যা বললেন...
[আরও পড়ুন: 'রমজানের সময় ভোট' বিতর্কে টুইট-তোপ জাভেদ আখতারের! তৃণমূলের দাবি নিয়ে কী বললেন গীতিকার]
উল্লেখ্য, 'কলঙ্ক' ছবিতে এর আগে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু তাঁর প্রয়াণের পর বেছে নেওয়া হয় মাধুরী দীক্ষিতকে। আর ঘটনাচক্রে ফের একবার সঞ্জয় মাধুরী জুটি একসঙ্গে স্ক্রিনে ধরা দিতে চলেছেন। আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে 'কলঙ্ক'।
[আরও পড়ুন: এক অগ্নিগর্ভ সময়ের প্রেমের কাহিনিতে ধরা দিলেন মাধুরী-সঞ্জয়রা! 'কলঙ্ক' এর ভিডিও ভাইরাল]