মাধুরী-অনিলের 'ধকধক' জুটি ফের স্ক্রিনে! 'টোটাল ধামাল'-এর জমজমাট ট্রেলার প্রকাশ্যে
ফের একবার স্ক্রিনে 'ধকধক' জুটি। অনিল কাপুরের পাশে আরও একবার দেখা যেতে চলেছে মাধুরী দীক্ষিতকে। আসছে মাধুরী , অনিল, অজয় দেবগণ, রীতেশ দেশমুখ অভিনীত 'টোটাল ধমাল'।

'ধামাল' ছবিটি যাঁরা দেখেছেন , তাঁরা হয়তো মনে করতে পারবেন, ছবির চিত্রনাট্য ছিল এক গুপ্তধনকে খুঁজে বার করা নিয়ে। এবার সেই গুপ্তধরেনর খোঁজ নতুন করে শুরু করতে চলেছেন মাধুরী, অনিল, অজয়, জনি লিভার, আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখরা। ছবির ট্রেলার এদিন মুক্তি পেতেই পুরনো 'ধামাল' ছবির কথা মনে করিয়ে দিচ্ছে ভিডিও।
জমজমাট হাসির এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই ইন্টারনেটে পারদ চড়ছে। উল্লেখ্য, আসন্ন সময়ে মেয়ে সোনমের সঙ্গে নিয়ে 'এক লড়কি কো দেখা তো অ্য়ায়াসা লাগা' ফিল্মে অভিনয় করতে চলেছে। অন্যদিকে মাধুরীর সঙ্গে তাঁকে দেখা যাবে মজাদার রোম্যান্টিক মেজাজে 'টোটাল ধামাল ' ছবিতে। উল্লেখ্য,ইন্দ্র কুমার পরিচালিত এই ছবি আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ।