For Quick Alerts
For Daily Alerts
কার্তিক-কৃতি নেট কাঁপাচ্ছে 'পোস্টার লাগওয়াদো'-তে ! ভিডিও মিস করবেন না
নব্বইয়ের দশকে অক্ষয় কুমার ও উর্মিলা মাতন্ডকর অভিনীত ছবি 'আফলাতুন'-এর বিখ্য়াত গান 'ইয়ে খবর ছাপওয়াদো আখবার পে..'। সেই গানের রিমেক এবার উঠে এল ২০১৯ সালে।

'লুকা ছুপ্পি' ফিল্মে সেই নব্বইয়ের দশকের বিখ্যাত গান ফের একবার উঠে এসেছে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন এই গানে কার্যত ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছেন। এপর্যন্ত গানের ভিডিও ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ পেয়েছে । লিভ ইন সম্পর্ক ঘিরে মজার মোড়কে একটি গল্প প্রতিস্থাপিত করা হয়েছে ফিল্মে।
এই ছবির গল্প গুড্ডু ও তাঁর সঙ্গীকে নিয়ে। যেখানে তাঁরা বিয়ে না করে লিউ ইন-এর ওপরেই বেশি জোর দিচ্ছেন।
ফের এক কম বাজেটের ছবি স্বপ্ন দেখাচ্ছে বলিউডকে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের এই ছবি যে মন মজিয়ে দেওয়া গল্প বলতে চলেছে মজার মোড়কে, তা বলাই বাহুল্য়। লক্ষণ উটেকর পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেতেই বাড়ছে আগ্রহ।