For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, গোটা দেশে শোকের ছায়া

Google Oneindia Bengali News

প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। কোভিড-১৯ ধরা পড়ার পর তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৮ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন।

প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

শনিবার থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাও করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। রবিবারই তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শোনা পর শোকস্তব্ধ গোটা দেশ তথা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত কিছুদিন আগেও তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। সকলেই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছিল। হাসপাতালে গত ২৭ দিন ধরে লড়াইয়ের পর রবিবার তাঁর মৃত্যু হয়।

সঙ্গীত জগতে লতা মঙ্গেশকরের অবদান অনস্বীকার্য। তাঁর সাত দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অবিস্মরণীয় কিছু গান। যার মধ্যে অ্যায় মেরে ওয়াতন কি লোগো, ইয়ে কাহা আ গয়ে হাম, প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া সহ অসাধারণ কিছু গান। তাঁর এই প্রতিভায় মুগ্ধ ছিলেন গোটা বিশ্বের শ্রোতা থেকে শুরু করে আন্তর্জাতিক গানের জগত। তাঁর এই প্রতিভার জন্য তাঁকে ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে সহ বহু সম্মানে ভূষিত করা হয়।

শনিবার থেকেই লতা জির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করায় তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে আসেন বোন আশা ভোঁসলে। তিনি যদিও জানিয়েছিলেন যে তাঁর দিদি স্থিতিশীল রয়েছেন। আশা ভোঁসলের পাশাপাশি হাসপাতালে আসেন পরিচালক মধুর ভাণ্ডারকর, সুপ্রিয়া সুলে, রাজ ঠাকরে ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল। কিছুদিন আগেই লতা জির ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে চিকিৎসার পর তিনি পুরোপুরি নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলেন। জানুয়ারি মাসে তাঁর কোভিঢ-১৯ ধরা পড়ে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর নিউমোনিয়াও ধরা পড়ে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতেই চিকিৎসা চলছিল। কিন্তু কোনওভাবেই বিশ্বের কোকিল কন্ঠীকে ধরে রাখা গেল না। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ শুনে গানের জগতে নেমেছে শোকের ছায়া।

English summary
Legendary singer Lata Mangeshkar has died at the age of 92
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X