For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯ পজিটিভ কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, চিকিৎসা চলছে মুম্বইয়ের হাসপাতালে

কোভিড–১৯ পজিটিভ কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, চিকিৎসা চলছে মুম্বইয়ের হাসপাতালে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (‌আইসিইউ)‌। লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র তথা মুম্বইয়ের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এরকম অবস্থায় হিন্দি ইন্ডাস্ট্রির একাধিক তারকা কোভিড–১৯–এ আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসা চলছে হাসপাতালে

চিকিৎসা চলছে হাসপাতালে

৯২ বছরের গায়িকা, যিনি ভারতের কোকিল কন্ঠী বলে পরিচিত, তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে বলিউডের সঙ্গীত মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সূত্রের খবর, '‌লতা জির অন্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও রয়েছে এবং তাঁর বয়সের দিকে তাকিয়ে চিকিৎসকরা খুব কাছ থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।' এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে। সেই সময় গায়িকার ছোট বোন ঊষা জানিয়েছিলেন যে তিনি ভাইরাল সংক্রমণে ভুগছেন। ‌

গত বছর ৯২–তে পা দিয়েছেন

গত বছর ৯২–তে পা দিয়েছেন

গত বছর সেপ্টেম্বর লতা মঙ্গেশকর তাঁর ৯২তম জন্মদিন পালন করেন তাঁর কিছু ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে। তাঁর জন্মদিন ব্যক্তিগতভাবে পালন হলেও সোশ্যাল মিডিয়া জুড়ে সঙ্গীত প্রেমীদের শুভেচ্ছায় এদিন আপ্লুত হয়ে পড়েন লতা মঙ্গেশকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর জন্মদিনে টুইট করে লেখেন, 'আপনার ‌দীর্ঘ ও সুস্বাস্থ্যকর জীবনের কামনা করি।'‌ মোদী আরও লেখেন, '‌জন্মদিনের শুভেচ্ছা পাঠালাম শ্রদ্ধেয় লতা দিদিকে। তাঁর সুরেলা কণ্ঠ সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়। তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর নম্রতা এবং আবেগের জন্য সম্মানিত। ব্যক্তিগতভাবে, তাঁর আশীর্বাদ মহান শক্তির উৎস। আমি লতা দিদির দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।'‌

লতা মঙ্গেশকরের কেরিয়ার

লতা মঙ্গেশকরের কেরিয়ার

ইন্দোরে জন্মগ্রহণ করা লতা মঙ্গেশকর গত সাত দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর গানের অসামান্য অবদান রেখেছেন। হাজারের বেশি হিন্দি সিনেমায় তাঁর ১০০০টি গান রয়েছে এছাড়াও তিনি বিভিন্ন আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষাতেও গান গেয়েছেন। তাঁর শেষ গাওয়া সম্পূর্ণ সিনেমার গান হল প্রয়াত পরিচালক যশ চোপড়ার '‌বীর জারা'‌, যা ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। লতাজির শেষ গাওয়া গান ২০২১ সালে ৩০ মার্চ মুক্তি পাওয়া '‌সুগন্ধ মুঝে ইস মিট্টি কি'‌। এই গানটি ভারতীয় সেনাদের প্রতি উৎসর্গ করে গাওয়া হয়েছিল। লতা মঙ্গেশকরকে ২০০১ সালে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। এছাড়াও কিংবদন্তী গায়িকার ঝুলিতে রয়েছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে সহ একাধিক জাতীয় পুরস্কার।

করোনা পরিস্থিতি মুম্বইতে

করোনা পরিস্থিতি মুম্বইতে

মহারাষ্ট্র ও মুম্বইতে করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে এগোচ্ছে। তবে মঙ্গলবার মুম্বইয়ের দৈনিক করোনা ভাইরাস কেস ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার মুম্বইতে দৈনিক করোনা ভাইরাস কেসের সংখ্যা ছিল ১৩,৬৪৮, এই নিয়ে সামগ্রিক কেস সংখ্যা দাঁড়িয়েছে ৯,২৮,২২০। সোমবার নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৪১১-তে।

English summary
Legendary singer Lata Mangeshkar is infected by coronavirus,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X