For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মণিকর্নিকা'-র বেশে কঙ্গনার ছবি 'লিক'! নায়িকার রূপে মাত সোশ্যাল মিডিয়া

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈের বায়োপিক 'মণিকর্নিকা'। ঝাঁসির রানির আসল নাম মণিকর্নিকা, আর সেই অনুপ্রেরণা থেকেই ছবির নাম 'মণিকর্ণিকা' হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈের বায়োপিক 'মণিকর্নিকা'। ঝাঁসির রানির আসল নাম মণিকর্নিকা, আর সেই অনুপ্রেরণা থেকেই ছবির নাম 'মণিকর্ণিকা' হয়েছে। রানির জীবনের লড়াই থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর লড়াই সমস্ত কিছুই এই ছবির অঙ্গ হয়ে উঠবে। আর এই ছবির নাম ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত। এদিকে, জয়পুরে ছবির শ্যুটিং এর সময়ে কঙ্গনার কিছু ছবি লিক হয়ে যায়।

কঙ্গনার ছবি

সোশ্যাল মিডিয়ার এক একটি নামী পেজে কঙ্গনার সেই 'লিক' হওয়া ছবিই এখন মাতাচ্ছে। কোথাও শাড়িতে তো কোথাও মাথায় পাগড়ি বেঁধে কঙ্গনা ছবির শ্যুটিং এ ব্যস্ত ছিলেন।

[আরও পড়ুন:হৃতিক,আদিত্য ছাড়াও কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই বলিউড ব্যাক্তিত্বদের][আরও পড়ুন:হৃতিক,আদিত্য ছাড়াও কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই বলিউড ব্যাক্তিত্বদের]

বিকানিরের রাজরানির সঙ্গে সাক্ষাৎ

রাজস্থানের বিকানিরের রাজরানি পদ্মাকুমারির সঙ্গে কঙ্গনা সাক্ষাৎ করেন। সেই ছবিও বাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন:'পদ্মাবত'-এ খিলজির চরিত্রে যৌনতার দিকটি নিয়ে যা বললেন রণবীর][আরও পড়ুন:'পদ্মাবত'-এ খিলজির চরিত্রে যৌনতার দিকটি নিয়ে যা বললেন রণবীর]

মণিকর্নিকা ঘিরে বিতর্ক

কিছুদিন আগেই পদ্মাবত ছবির মতো মনিক্রণিকা ছবি ঘিরেও বিতর্ক দানা বাঁধে। সেই সময়ে সর্ব ব্রাহ্মিণ মহাসভা ছবিতে , এক ব্রিটিশ সাহেবের সঙ্গে লক্ষ্মীবাঈয়ের ঘনিষ্ঠ দৃশ্য় নিয়ে আপত্তি তোলে। যদিও ফিল্মের প্রযোজকরা সেই অভিযোগ নস্যাৎ করে দেন।

সোশ্যাল মিডিয়া যা নিয়ে মাতোয়ারা

কঙ্গনার এক একটি ছবিতে আপাতত মাত সোশ্যাল মিডিয়া। যদিও এর আগেও একাধিকবার তাঁর মনিকর্ণিকা ছবির শ্যুটিং এর ছবি সামনে আসে। তবুও নতুন করে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হওয়াতে , কঙ্গনার রূপের চর্চায় এখন গোটা বলিউড।

English summary
Leaked Pictures of Kangna Ranaut's Manikarnika goes Viral .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X